Advertisment

সংঘাত ইতি? টেলিযোগাযোগ মন্ত্রকে বদলি দিল্লির মুখ্যসচিব

সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সময়ে অংশু প্রকাশের থেকে দায়িত্ব বুঝে নেবেন দিল্লির অতিরিক্ত মুখ্যসচিব তথা স্বরাষ্ট্র সচিব মনোজ পরিদা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রকাশের অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই তাঁর গায়ে হাত তোলেন আপ বিধায়করা।

কেজরিওয়াল মন্ত্রিসভার সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া দিল্লির মুখ্যসচিব অংশু প্রকাশকে টেলিযোগাযোগ মন্ত্রকের অতিরিক্ত সচিব পদে বদলি করা হল শনিবার। ২০১৭ সালের ডিসেম্বর মাসে তিনি এই পদে যোগ দিয়েছিলেন।

Advertisment

প্রকাশের অভিযোগ, দিল্লির মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তাঁর গায়ে হাত তোলেন আম আদমি পার্টির বিধায়করা। সে দিনের ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রকাশ দাবি করেছেন, বৈঠকে তিনি কথা শুরু করতেই আপ বিধায়ক আমনাথউল্লা খান এবং প্রকাশ ঝাড়ওয়াল তাঁকে চড় ও খুশি মারেন এবং এরফলে তাঁর চশমা খুলে মাটিতে পড়ে যায়।

আরও পড়ুন- গৃহবন্দিত্বের মেয়াদ শেষ: ভারভারা রাওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেল পুনে পুলিশ

অংশু প্রকাশের অভিযোগ অনুযায়ী এমন ঘটনার পরই দিল্লির সরকারি আমলাদের সঙ্গে মন্ত্রীদের বিভেদ ক্রমশ চওড়া হতে থাকে। আমলারা মন্ত্রীদের ডাকা বৈঠক বয়কট করতে শুরু করেন এবং টেলিফোন ধরাও বন্ধ করে দেন। কেবলমাত্র লিখিত প্রস্তাব বা নির্দেশ এলে কাজ হচ্ছিল।

উল্লেখ্য, এসব ঘটনার প্রেক্ষিতে দিল্লি বিধানসভার দু'টি কমিটি তাঁর বিরুদ্ধে 'স্বাধিকার ভঙ্গে'র যে পদক্ষেপ করেছিল, সেটিকে দিল্লি হাইকোর্টে চ্যালেঞ্জ করেছেন অংশু প্রকাশ। চলতি বছরের মার্চেও তিনি একই রকম আবেদন করেছিলেন।

আরও পড়ুন-প্রযুক্তিগত কারণেই সংবাদমাধ্যমের ওপর জরুরি অবস্থা জারি করা যাবে না: জেটলি

সূত্রের খবর, অন্তর্বর্তীকালীন সময়ে অংশু প্রকাশের থেকে দায়িত্ব বুঝে নেবেন দিল্লির অতিরিক্ত মুখ্যসচিব তথা স্বরাষ্ট্র সচিব মনোজ পরিদা। দিল্লির অন্যান্য সরকারি আমলারা এই বদলির খবর আগে থেকে জানতেন না বলেই জানা যাচ্ছে।

Read the full story in English.

New Delhi
Advertisment