Advertisment

আজ থেকেই ছাঁটাই শুরু টুইটারে, বিশ্বজুড়ে চাকরি হারাবেন হাজার-হাজার কর্মী

টুইটার হাতে নিয়ে আগেই শীর্ষকর্তাদের অধিকাংশকেই বরখাস্তের সিদ্ধান্ত নেন এলন মাস্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Twitter to start layoffs today

টুইটার ব্লু সাবস্ক্রিপশন বৈশিষ্ট্যটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়ার মাত্র কয়েক ঘন্টা কাটতে না কাটতেই তা নিয়ে মুখ খুলেছেন ইলন মাস্ক।

আজ থেকে পুরোদমে ছাঁটাই শুরু টুইটারে। সংস্থার নতুন মালিক এলন মাস্ক আগেই এই ছাঁটাই হুঁশিয়ারি দিয়ে রেখেছিলেন। তবে শুক্রবার থেকে পাকাপাকিভাবে সেই পথেই হাঁটতে শুরু করছে মাস্কের মালিকানাধীন টুইটার।

Advertisment

জানা গিয়েছে, শুক্রবার থেকেই কর্মীদের ইমেল করে জানানো হবে তাঁদের চাকরি আর থাকছে কিনা। মাস্ক টুইটারের কতৃত্ব হাতে নিতেই সংস্থার তরফে বহু কর্মীকে অফিসে যেতে বারণ করা হয়। আজ পাকাপাকিভাবে তাঁদের জানানো হবে তাঁদের আর অফিসে যেতে হবে কিনা। সংবাদ সংস্থা রয়টার্সের দেখা একটি ইমেলে বলা হয়েছে, "টুইটারকে একটি স্বাস্থ্যকর পথে রাখার উদ্যোগ নিতেই আমরা শুক্রবার আমাদের বিশ্বব্যাপী কর্মশক্তি কমিয়ে আনার কঠিন একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাব। আজ সকাল ৯টার মধ্যে কর্মীদের ইমেল পাঠানো হবে।"

টুইটারের তরফে জানানো হয়েছে সংস্থার অফিসগুলি সাময়িকভাবে বন্ধ করা হবে। সব ব্যাজ অ্যাক্সেস স্থগিত রাখা হবে। সংস্থার প্রতিটি কর্মচারীর পাশাপাশি টুইটারের সিস্টেম এবং গ্রাহকদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই তৎপরতা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটির তরফে আরও জানানো হয়েছে, কর্মীদের কাদের কাদের চাকরি গেল তা তাঁদের ইমেল করে জানানো হবে। তবে যে কর্মীদের ছাঁটাই করা হয়েছে তাঁদের ব্যক্তিগত ইমেলে পরবর্তী পদক্ষেপের কথাও জানানো হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- ইমরানের ওপর গুলি-কাণ্ডে রহস্য বাড়িয়ে হামলাকারীর ভিডিও প্রকাশ, দায় একাই নিল অভিযুক্ত

টুইটারের মালিকানাধীন হাতে নিয়ে শুরুতেই কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিলেন এলন মাস্ক। খরচ কমানো ও গ্রাহক সুরক্ষার স্বার্থেই টুইটারে একগুচ্ছ নয়া নীতি চালুর পথ নেন মাস্ক। ইতিমধ্যেই সংস্থার শীর্ষ পদে থাকা কর্মীদের বরখাস্ত করেছেন মাস্ক।

এছাড়াও টুইটারের শীর্ষ কর্তাদের অধিকাংশকেই বরখাস্ত করা হয়েছে। টুইটারের কর্মীদের একটি ইমেল পাঠানো হয়। একসঙ্গে কয়েকশো কর্মীকে বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার ইমেল করে ওই কর্মীদের টুইটারে পক্ষ থেকে জানানো হয়েছে, "আপনি যদি অফিসে থাকেন বা অফিসে যাওয়ার পথেও থাকেন তবে দয়া করে বাড়িতে ফিরে আসুন।"

Elon Musk twitter job
Advertisment