Advertisment

উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির! হুমকি বার্তা পেয়েই অ্যাকশনে পুলিশ, গ্রেফতার ২

আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগেই হুমকি ফোন ঘিরে তৈরি হয় চরম আতঙ্ক।

author-image
IE Bangla Web Desk
New Update
Ram temple construction, Ram temple construction status, Ram Mandir completion date, Ram mandir status, Ram mandir news, Ayodhya ram temple, Ram temple news, Indian expres

রেকর্ড গতিতে চলছে রাম মন্দির নির্মাণের কাজ

উড়িয়ে দেওয়া হবে রাম মন্দির! এমনই হুমকির জেরে কার্যত কপালে ঘাম জমতে শুরু করেছিল নিরাপত্তা সংস্থার। আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের আগেই হুমকি ফোন ঘিরে তৈরি হয় চরম আতঙ্ক। অবশেষে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বোমা মেরে ফেলার এবং অযোধ্যার রাম মন্দিরকে বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার সোশ্যাল মিডিয়া পোস্টের জেরে বুধবার দু'জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisment

পুলিশের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের একটি দল লখনউয়ের গোমতী নগরের বিভূতি খন্ড এলাকা থেকে তাহার সিং এবং ওমপ্রকাশ মিশ্রকে গ্রেফতার করেছে, দু'জনই নভেম্বরে 'এক্স'-এ '@iDevendraOffice' হ্যান্ডেল ব্যবহার করে আদিত্যনাথ, এসটিএফ প্রধান অমিতাভ যশ এবং অযোধ্যার রাম মন্দির বোমা হামলার উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন।

তদন্তে প্রাথমিকভাবে জানা গেছে যে হুমকি পোস্ট পাঠানোর জন্য 'alamansarikhan608@gmail.com' এবং 'zubairkhanisi199@gmail.com' ইমেল আইডি ব্যবহার করা হয়েছিল। ইমেল আইডিগুলির প্রযুক্তিগত বিশ্লেষণের পরে, জানা গিয়েছে তাহের সিং ইমেল অ্যাকাউন্টগুলি বানিয়েছিলেন এবং ওমপ্রকাশ মিশ্র হুমকি বার্তাগুলি পাঠিয়েছিলেন। বিবৃতিতে আরও বলা হয়েছে, সিং এবং মিশ্র দুজনেই গোন্ডার বাসিন্দা এবং একটি প্যারামেডিক্যাল ইনস্টিটিউটে কাজ করেন। এসটিএফ বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে।

Ram Temple
Advertisment