অবশেষে হায়দরাবাদের নিজাম মিউজিয়ামে চুরির কিনারা করল পুলিশ। নিজাম সংগ্রহশালার তিন নম্বর গ্যালারি থেকে চুরি যাওয়া সব মূল্যবান সামগ্রী শেষপর্যন্ত উদ্ধার করা গেল। এ ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে বলে মঙ্গলবার জানালেন ওই শহরের এক পুলিশকর্তা। চলতি মাসের ২ তারিখ নিজাম মিউজিয়াম থেকে মূল্যবান সামগ্রী চুরি গিয়েছে বলে অভিযোগ ওঠে। হায়দরাবাদের পুরানি হাভেলিতে মিউজিয়ামের তিন নম্বর গ্যালারি থেকে হীরকখচিত একটি সোনার টিফিন বাক্স, একটি মূল্যবান কাপ, হীরে, পান্নাসহ বেশ কিছু সামগ্রী চুরি যায় বলে অভিযোগ ওঠে। সপ্তম নিজামের আলমারি থেকে মূল্যবান সামগ্রী চুরি গিয়েছিল বলে খবর।
এ ঘটনা প্রসঙ্গে এক পুলিশ আধিকারিক জানান, "চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়েছে। দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।" সিসিটিভি ফুটেজে দুই মুখোশধারীকে মিউজিয়ামে ঢুকতে দেখা যায়। একটি বাইকে করে ওই মুখোশধারীরা আসে বলে সিসিটিভি ফুটেজ দেখে জানতে পেরেছে পুলিশ। এই সিসিটিভি ফুটেজ সোশাল মিডিয়ায় ভাইরালও হয়ে যায়। অন্যদিকে, চুরির ঘটনা সামনে আসার পরেই নড়েচড়ে বসে পুলিশ-প্রশাসন। নিজামের সংগ্রশালায় চুরির তদন্তে ১৫টি বিশেষ দল তৈরি করা হয়।
আরও পড়ুন,‘চুরি হয়ে গেছে রাজকোষে’, নিজামের সংগ্রহশালা থেকে উধাও সোনার টিফিন বাক্স
হায়দরাবাদের সপ্তম নিজামের নাতি তথা নিজাম ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নবাব নজাফ আলি খান গত সপ্তাহেই হায়দরাবাদের পুলিশ কমিশনারকে চিঠি লিখে অবিলম্বে চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করার আর্জি জানান। একইসঙ্গে মিউজিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। ঢিলেঢালা নিরাপত্তার জন্য এমন কাণ্ড ঘটেছে বলে দাবি করেন তিনি।