ট্রাকের সঙ্গে সংঘর্ষে মধ্যপ্রদেশের টান্ডলা ক্রসিং-এর কাছে লাইনচ্যুত হল দিল্লিগামী রাজধানীর এক্সপ্রেসের দুটি কামরা। এই দুর্ঘটনায় কোনও যাত্রীর প্রাণহানি না ঘটলেও, মারা গিয়েছেন ট্রেনের চালক। রেলের আধিকারিক রাজেশ দত্ত বাজপেয়ী জানিয়েছেন, হজরত নিজামুদ্দিন-ত্রিবান্দ্রম রাজধানী এক্সপ্রেসটি (১২৪৩১) বৃহস্পতিবার সকাল ৬টা ৪৪ মিনিট নাগাদ মধ্যপ্রদেশের টান্ডলা ক্রসিং পার করছিল। ঠিক তখনই একটি মাল বোঝাই ট্রাক লেভেল ক্রসিং-এর বেষ্টনী ভেঙে ঢুকে পড়ে। এতেই সংঘর্ষ হয় এবং ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়।
দুর্ঘটনাগ্রস্ত দুটি কামরার সব যাত্রীকেই অন্য কামরায় স্থানান্তরিত করা হয়েছে এবং ওই দুটি কামরাকে ফেলে রেখে ট্রেনটি গন্তব্যের দিকে যাত্রা শুরু করেছে। টান্ডলা ক্রসিং-এ যান চলাচল আপাতত বন্ধ রাখা হয়েছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানিয়েছে পশ্চিম রেলওয়ে। কিন্তু, প্রহরীযুক্ত এই ক্রিসিং-এর বেষ্টনী ভেঙে কীভাবে রেল লাইনের উপর চলে এল ট্রাকটি, উঠছে প্রশ্ন।
আরও পড়ুন- রায়বরেলিতে নিউ ফারাক্কা এক্সপ্রেসের ৯ কামরা লাইনচ্যূত, মৃত কমপক্ষে ৭
উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখ সকাল ৬টা নাগাদ উত্তরপ্রদেশের রায়বরেলির কাছে নিউ ফারাক্কা এক্সপ্রেসের ৯টি কামরা লাইনচ্যুত হয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৭জনের, আহতের সংখ্যা ২০ ছাড়িয়েছিল। নিকটবর্তী হরচাঁদপুর রেল স্টেশনে ঘাঁটি গেড়ে উদ্ধারের কাজ করেছিল জতীয় বিপর্যয় মোকাবিলা দল।
Read this story in English