Advertisment

ভুয়ো এনকাউন্টার মামলায় দুই প্রাক্তন পুলিশ কর্মীর যাবজ্জীবন সাজা

ভুয়ো এনকাউন্টার মামলায় এবার শাস্তির মুখে খোদ পুলিশকর্মীই। ২৬ বছর আগের এক ভুয়ো এনকাউন্টার মামলায় পাঞ্জাব পুলিশের দুই প্রাক্তন কর্মীকে বুধবার যাবজ্জীবন সাজা শোনাল সিবিআইয়ের বিশেষ আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
punjab news, পাঞ্জাবের খবর

হরপল সিং। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

ভুয়ো এনকাউন্টার মামলায় এবার শাস্তির মুখে খোদ পুলিশকর্মীই। ২৬ বছর আগের এক ভুয়ো এনকাউন্টার মামলায় পাঞ্জাব পুলিশের দুই প্রাক্তন কর্মীকে বুধবার যাবজ্জীবন সাজা শোনাল সিবিআইয়ের বিশেষ আদালত। অমৃতসরের নিজ্জর গ্রামের বাসিন্দা হরপল সিং নামের ১৫ বছরের এক কিশোরকে হত্যার অভিযোগে রঘুবীর সিং ও দারা সিং নামের দুই পুলিশ কর্মীকে যাবজ্জীবন সাজা শুনিয়েছে আদালত। ১৯৯২ সালের ১৮ সেপ্টেম্বর ভুয়ো এনকাউন্টারে ওই কিশোরের মৃত্যু হয় বলে জানা গিয়েছে।

Advertisment

ভুয়ো এনকাউন্টারের ঘটনার সময় বিস থানার স্টেশন হাউস অফিসার হিসেবে কর্মরত ছিলেন রঘুবীর সিং। অন্যদিকে, ওই থানার সাব ইন্সপেক্টর হিসেবে নিযুক্ত ছিলেন দারা সিং। এ ঘটনায় বিস থানার আরও তিন কর্মীকে বেকসুর খালাস করেছে আদালত। নির্মলজিৎ সিং, যশবীর সিং ও পরমজিৎ সিং নামের তিন কনস্টেবলকে এ মামলায় বেকসুর খালাস করা হয়েছে। বিচারপ্রক্রিয়া চলাকালীন এ মামলায় আরেক অভিযুক্ত রাম লুবায়ার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন, অযোধ্যা মামলা- মসজিদ কি ইসলামি ধর্মাচরণের অখণ্ড অংশ? বৃহত্তর বেঞ্চে যাওয়া নিয়ে আজ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে

আদালত সূত্রে জানা গিয়েছে, দোষী সাব্যস্ত দুই প্রাক্তন পুলিশকর্মীকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ও ভারতীয় দণ্ডবিধির ৩৬৪(অপহরণ) ধারায় ১০ বছরের কারাবাসের সাজা শোনানো হয়েছে।

এ ঘটনা প্রসঙ্গে হরপল সিংয়ের আইনজীবী সতনম সিং বেইনস জানিয়েছেন যে, এসআই রাম লুবায়ার নেতৃত্বে পুলিশের একটি দল হরপলের বাড়ি থেকে তাকে তুলে আনে। তারিখটা ছিল ১৯৯২ সালের ১৪ সেপ্টেম্বর। হরপলকে পুলিশ ৪ দিন ধরে বেআইনি ভাবে আটকে রাখে। এরপর নিজ্জর গ্রামে ভুয়ো এনকাউন্টারে তাকে হত্যা করা হয়। হরপলের আইনজীবী আরও জানিয়েছেন যে, পুলিশ দাবি করেছে, হরপল ও হরজিত সিং নামের দুই কিশোরকে ধরা হয়েছিল কারণ তারা পুলিশকে লক্ষ করে গুলি চালিয়েছিল। তখনই এনকাউন্টার হয় আর তাতেই মৃত্যু হয় হরপলের। অন্যদিকে, দীর্ঘদিন পর বিচার মেলায় খুশি হরপলের পরিজনরা।

national news fake encounter
Advertisment