/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/05/cats_966137.jpg)
জগন্নাথ উৎসবে মর্মান্তিক দুর্ঘটনা, পুরীতে মৃত ২, আহত বহু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর
Firecracker Explosion Lord Jagannath Festivities Puri: মর্মান্তিক দুর্ঘটনা পুরীতে! ভগবান জগন্নাথ দেবের 'চন্দনযাত্রা' উৎসবে মর্মান্তিক দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ২ জনের। আহত হয়েছে দু'ডজনের বেশি ৷ আতশবাজি বিস্ফোরণের জেরেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা। এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক । তিনি এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, "পুরী নরেন্দ্র পুকুরের কাছে দুর্ঘটনার খবর শুনে আমি মর্মাহত। মুখ্যসচিব এবং জেলা প্রশাসনকে আহতদের যথাযথ চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আহতদের সমস্ত চিকিৎসা ব্যয়ভার বহন করা হবে । সকলের দ্রুত আরোগ্য কামনা করছি ।"
আরও পড়ুন - < Mamata Banerjee: আজ কলকাতায় মেগা রোড শো তৃণমূল সুপ্রিমোর, কোন পথ ধরে গিয়ে কোথায় শেষ বর্ণাঢ্য শোভাযাত্রা? >
#WATCH | Odisha: Several injured after firecrackers exploded during Lord Jagannath's Chandan Yatra festival in Puri. Details awaited. pic.twitter.com/dV7mXHZGga
— ANI (@ANI) May 29, 2024
কীভাবে ঘটল এই ঘটনা?
ঘটনার খবর পেয়ে পুরী পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, চন্দনযাত্রার অংশ হিসাবে নরেন্দ্র পুকুরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার 'চাপা খেলা' চলছিল। ঘটনার সময় চন্দন যাত্রায় শতাধিক মানুষ অংশ নিয়েছিলেন। যাত্রার সময় ভক্তদের ভিড়ে আতশবাজি পোড়ানো হয়। এদিকে আগুনের স্ফুলিঙ্গ যেখানে আতশবাজির মজুদ করা ছিল সেখানে গিয়ে পড়ে। এরপর বিকট শব্দে বিস্ফোরণ হয়। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।