করোনায় মদের দোকানে তালা পড়েছে। অগত্য়া মদের বিকল্প হিসেবে কিনা শেভিং লোশন! সফট ড্রিঙ্কের সঙ্গে মদের বিকল্প হিসেবে শেভিং লোশন পান করে তামিলনাড়ুতে মৃত্য়ু হল ২ জনের। তামিলনাড়ুর পাদুক্কোত্তাই জেলার কাছে কোত্তাইপাত্তিনাম শহরের ঘটনায় শোরগোল পড়েছে। উল্লেখ্য়, করোনাভাইরাসের জেরে লকডাউনে সে রাজ্য়ে বন্ধ রয়েছে মদ বিক্রি।
আরও পড়ুন: Corona Lockdown Situation LIVE Updates: করোনায় দেশে মৃত বেড়ে ৭৫, মোদী-ট্রাম্প ফোনে কথা
কোত্তাইপাত্তিনাম পুলিশ সূত্রে জানা গিয়েছে, আনোয়ার রাজা (৩৪), অরুণ (২৯) ও হাসান মইদিন (৩১), এই তিন ব্য়ক্তি শহরে মদ না পেয়ে হতাশায় ভুগছিলেন। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সন্ধ্য়ায় ওই তিন ব্য়ক্তি সফট ড্রিঙ্কের সঙ্গে শেভিং লোশন মিশিয়ে তা পান করেন। শুক্রবার সকালে তিনজনকে সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তবলিঘি জামাত যোগে ভারতে প্রায় ২২ হাজার ব্য়ক্তি কোয়ারেন্টাইনে: স্বরাষ্ট্রমন্ত্রক
তিনজনকে উদ্ধার করে স্থানীয় সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অরুণ ও হাসানকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। অন্য়দিকে, আনোয়ার রাজা একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে। ইতিমধ্য়েই এ ঘটনায় মামলা দায়ের করে কোত্তাইপাত্তিনাম পুলিশ। এ ঘটনার তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য়, দেশের অন্য়ান্য় রাজ্য়ের মতো তামিলনাড়ুতেও থাবা বসিয়েছে করোনা।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন