scorecardresearch

মাঝ আকাশে মুখোমুখি দুই বিমান! কাঠগড়ায় বেঙ্গালুরু এয়ারপোর্ট, তদন্তের নির্দেশ

Bengaluru: এই গাফিলতির তদন্ত হবে এবং দোষীদের কড়া সাজা দেওয়া হবে। এই হুঁশিয়ারিও দিয়েছেন ওই ডিজিসিএ কর্তা।

Nepal Army locate site where plane with 22 onboard, including 4 Indians, crashed updates
প্রতীকী ছবি

Bengaluru: মাঝ আকাশে মুখোমুখি চলে এলেও অল্পের জন্য দুর্ঘটনা এড়িয়েছে ইন্ডিগোর দুই বিমান। ৭ জানুয়ারি বেঙ্গালুরু বিমানবন্দরের এই ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে ডিজিসিএ। বুধবার এমনটাই জানান ডিজিসিএ কর্তা অরুণ কুমার।

তিনি বলেন,’বেঙ্গালুরু থেকে কলকাতা এবং বেঙ্গালুরু থেকে ভুবনেশ্বরগামী দুটি বিমান প্রায় একসময়ে এয়ারপোর্ট ছাড়ে। তাতেই বিপত্তি, মুখোমুখি চলে আসে দুটি বিমান। কিন্তু র‍্যাডার কন্ট্রোলারের তৎপরতায় দুই বিমানের চালকের কানে আসন্ন বিপদের খবর পৌঁছয়। তাতেই তড়িঘড়ি এড়ানো যায় বড়সড় দুর্ঘটনা। সুরক্ষিত ভাবেই যাত্রী এবং কেবিন ক্রুদের নিয়ে গন্তব্যের দিকে যাত্রা করে ওই দুই বিমান।‘

তবে এই গাফিলতির তদন্ত হবে এবং দোষীদের কড়া সাজা দেওয়া হবে। এই হুঁশিয়ারিও দিয়েছেন ওই ডিজিসিএ কর্তা। পাশাপাশি ডিজিসিএ-র একটি সূত্র বলেছে, ‘বিমানবন্দরের নর্থ রানওয়ে ওড়ার জন্য এবং সাউথ রানওয়ে অবতরণের জন্য ব্যবহার হয়। কিন্তু ঘটনার দিন সাউথ রানওয়ে বন্ধ ছিল। আর সেই খবর এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে না থাকায় দুটি বিমানকেই উড়তে সবুজ সঙ্কেত দেওয়া হয়,। যেহেতু দুই বিমানের গতিপথ প্রায় এক তাই তারা মাঝ আকাশে মুখোমুখি চলে আসে।‘

যদিও এই ঘটনা এটিসির লগবুকে উল্লেখ নেই। এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি ইন্ডিগোও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Two indigo flights avoids collision in mid air after taking off from bengaluru airport national