ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় পাকিস্তানি সেনার গুলিতে নিহত হন দুই ভারতীয় সেনা-সহ এক নাগরিক, এমনটাই খবর পিটিআই সূত্রে। পাকিস্তানি সেনার গুলিতে তিনজন সাধারণ মানুষও আহত হয়েছেন বলে সংবাদসংস্থাকে জানিয়েছেন আধিকারিকরা। এমনকি দুটি বাড়িও ক্ষতিগ্রস্থ হয়েছে এই ঘটনায়। প্রসঙ্গত, মঙ্গলবারই নিয়ন্ত্রণ রেখা বরাবর পুঞ্চ জেলায় অপ্রত্যাশিত মর্টার হামলায় এবং গুলির লড়াইয়ে নিহত হন সাতাশ বছরের এক মহিলা।
আরও পড়ুন- কমলেশ তিওয়ারি হত্যায় আটক ৩, নজরে মুসলিম সংগঠন যোগ
উল্লেখ্য, পাকিস্তান কর্তৃক যুদ্ধবিরতি লঙ্ঘনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে এ বছরে এমনটাই জানানো হয়েছে। জুলাই থেকে সেপ্টেম্বর, এই গত দুই বছরে সবচেয়ে বেশিবার পাকিস্তানের পক্ষ থেকে লঙ্ঘিত হয়েছে এই সংঘর্ষ বিরতি চুক্তি। গত সপ্তাহে ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং বলেছিলেন যে, আগস্ট মাসে ৩৭০ ধারা রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে দেওয়ার পর থেকেই পাকিস্তান ভারতের এই উপত্যকায় জঙ্গিদের মাধ্যমে অশান্তির বাতাবরণ তৈরি করতে চাইছে।
আরও পড়ুন- “বিএসএফদের পক্ষে পদ্মা যদি নিরাপদ না হয়, তাহলে আমাদের নিরাপত্তা কোথায়?”
অন্যদিকে, সন্ত্রাসবাদী প্রশিক্ষণ শিবিরগুলি এখনও সীমান্ত সক্রিয় রয়েছে বলেই মনে করা হচ্ছে। এমনকি পাকিস্তান তাঁদের অস্ত্র সহ সব ধরণের সহায়তা দেওয়ার চেষ্টা করছে বলে উল্লেখ করেন ভারতীয় সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং। তিনি আরও বলেন, "সম্প্রতি ড্রোনের সাহায্যে পাঞ্জাবের দিকে বেশ কিছু অস্ত্র নিক্ষেপ করা হয়।" তবে তিনি এও আশ্বস্ত করেন যে সেনাবাহিনী এ ধরনের সমস্ত প্রস্তুতিকে ব্যর্থ করতে সক্ষম এবং প্রস্তুত রয়েছে।
Read the full story in English