Advertisment

Himachal Pradesh: ভূমিধসে দু'জনের মৃত্যু, হিমাচলে জারি হলুদ সতর্কতা

বৃষ্টির সময় রাত ১২টা নাগাদ ভুমিধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Himachal avalanche

আবহাওয়া অধিদপ্তর বুধবার পার্বত্য রাজ্যের বিচ্ছিন্ন স্থানে বজ্রঝড়ের জন্য একটি 'হলুদ' সতর্কতা জারি করেছে। (পিটিআই)

মঙ্গলবার হিমাচল প্রদেশের বিভিন্ন অংশে ভূমিধস এবং তুষারধসের ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি প্রবল ভুমিধসের কারণে রাজ্যের প্রায় ৪৭২ টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে বলেই রাজ্য প্রশাসনের তরফে জানানো হয়েছে। আবহাওয়া দফতর বুধবার পার্বত্য রাজ্যের বিচ্ছিন্ন স্থানে 'বজ্রঝড়ের' জন্য একটি 'হলুদ' সতর্কতা জারি করেছে।

Advertisment

পুলিশ জানিয়েছে, সোলান জেলায় ভূমিধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। মৃত দুজনেই বিহারের বাসিন্দা বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি ও তুষারপাতের কারণে পাঁচটি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। হিমাচল প্রদেশের সোলান জেলায় সোমবার রাতে ভূমিধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

একটি বেসরকারি সংস্থার নির্মাণ কাজের সঙ্গে দুই শ্রমিক যুক্ত ছিল বলেই প্রশাসন সূত্রে জানা গিয়েছে। দুজনেই নির্মাণ কাজের ঠিক নিচে একটি কুঁড়েঘরে থাকতেন। বৃষ্টির সময় রাত ১২টা নাগাদ ভুমিধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দীর্ঘ সময় চেষ্টার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া দুই শ্রমিককে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। মৃতদের নাম সুখারি মুখিয়া ও বেস মুখিয়া। সোলানের পুলিশ সুপার গৌরব সিং বলেছেন যে মঙ্গলবার উভয়ের ময়নাতদন্ত করা হয়েছে। আরও তদন্ত চলছে।

Himachal Pradesh
Advertisment