কাজের সূত্রে আসামে ছিলেন, শনিবার বাংলার এমন দুই শ্রমিক নিহত হয়েছেন তিনশুকিয়া এলাকায়, জানিয়েছে পুলিশ। অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে নিহত হয়েছেন তাঁরা।
নিহতদের নাম ইদ্রিস আলি(৫২) এবং শেখ মহম্মদ(৪২)। দুজনেই পূর্ব মেদিনীপুরের পাশকুরার বাসিন্দা। পাশকুরা থানার ওসি অজিত কুমার ঝাঁ ওই দুই শ্রমিক খুন হওয়ার ঘটনার সত্যতা সুনিশ্চিত করেছেন। জানিয়েছেন, "আমরা তিনশুকিয়া থানার সঙ্গে যোগাযোগ করেছি। দুই শ্রমিকের দেহ ফিরিয়ে আনার জন্য যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে"। দুষ্কৃতীদের হামলায় আরও দুই শ্রমিক জখম অবস্থায় হাসপাতালে রয়েছেন বলে জানিয়েছেন অজিত কুমার ঝাঁ।
আরও পড়ুন, জিগনেশ মেওয়ানির সভা বাতিল করল তাঁর প্রাক্তন কলেজ
আহত দুই শ্রমিকের পরিচয় এখনও জানা যায়নি। ইদ্রিসের ভাই সৈয়দ আহমেদ আলি জানিয়েছেন, "আজ সকালে আসাম থেকে খবর এসেছে আমার ভাই খুন হয়েছে। আরও একজন শ্রমিককে একই ভাবে মেরে ফেলা হয়েছে। বাঙালি বলেই হয়তো ওদের মেরে ফেলা হল"।
নিহত শেখ মহম্মদের দাদা সৈয়দ হামিদুল খান বলেছেন, "অন্য শ্রমিকেরা জানিয়েছেন ৪ জন বাঙালি শ্রমিককে আক্রমণ করা হয়েছিল, তার মধ্যে আমার ভাই একজন"।
Read the full story in English