অবন্তিপোরায় এনকাউন্টার, হত লস্কর কম্যান্ডার

২০১৬ সাল থেকে সক্রিয় জঙ্গি কার্যকলাপে লিপ্ত ছিল সে। জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

২০১৬ সাল থেকে সক্রিয় জঙ্গি কার্যকলাপে লিপ্ত ছিল সে। জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

দক্ষিণ কাশ্মীরের অবন্তিপোরায় এনকাউন্টারে হত লস্কর-ই-তৈবা কম্যান্ডার। নিহত জঙ্গি কম্যান্ডারের নাম আজাজ আহমেদ রেশি। ২০১৬ সাল থেকে সক্রিয় জঙ্গি কার্যকলাপে লিপ্ত ছিল সে। জানিয়েছে জম্মু-কাশ্মীর পুলিশ।

Advertisment

পুলিশের বয়ান অনুসারে, 'কাশ্মীরি যুবকদের জঙ্গি কার্যকলাপে জড়াতে অনুপ্রণিত করত লস্কর কম্যান্ডার আজাজ। এছাড়াও, জঙ্গিদের আশ্রয় ও অন্যান্য সরঞ্জম দিয়ে নাশকতা ঘটাতে সহায়তা করত সে।'

জম্মু-কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং বলেছেন, 'তল্লাশির সময় জঙ্গিদের সন্ধান পায় যৌথ বাহিনী। জঙ্গিদের আত্মসমপর্পণ করতে বলা হলেও তারা নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায়। ফলে এনকাউন্টারে বাধ্য হয় বাহিনী। তাতেই লস্কর কম্যান্ডার সহ দুই জঙ্গি নিহত হয়।'

নিহত আজাজ আহমেদ রেশি ও সাজাদ আহমেদ সোফির বাড়ি অবন্তিপোরায়। তারা জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার সঙ্গে যুক্ত ছিল।

Advertisment

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

jammu and kashmir