Advertisment

মাত্র দুটি পাসওয়ার্ড হ্যাক করে দিল্লির এটিএম থেকে চুরি ২৬ লক্ষ টাকা

এর আগেও এমনভাবেই দু-বার মোটা অঙ্কের টাকা লোপাট হয়েছে। ঘটনাটি ঘটার সময় ATM এ কোনো নিরাপত্তারক্ষী না থাকায় প্রশ্ন উঠছে ব্যাঙ্কের দায়িত্ব নিয়ে।

author-image
IE Bangla Web Desk
New Update
atm, এটিএম

দিল্লির সিলমপুরে এটিএম থেকে দুটো পাসওয়ার্ড হ্যাক করে ২৬ লক্ষ টাকা হাতায় দুই দুষ্কৃতী। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

উত্তরপূর্ব দিল্লির সিলমপুরে এক বেসরকারি ব্যাংকের এটিএম থেকে ২৬ লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে অজ্ঞাতপরিচয় দুই ব্যক্তি। এদিকে সপ্তাহখানেক ধরেই ATM স্ক্যাম নিয়ে সরগরম রয়েছে গোটা কলকাতা। জালিয়াতি বন্ধ করতে ২০২০ সালে এটিএমের প্রযুক্তির বদল করা হবে বলে জানিয়েছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পান্ডে। বর্তমানে দুই অভিযুক্তকে ধরা গেলেও এখনও এই স্ক্যামের কোনো সুরাহা মেলেনি। এরই মধ্যে গত আট মাসে সিলমপুরে এই নিয়ে তৃতীয়বার একই ঘটনা ঘটল। তাতেও কেন কোনো হেলদোল নেই ব্যাঙ্কের?

Advertisment

পুলিশ জানায়, শনিবার রাতে ঘটেছে ঘটনাটি। পরের দিন ব্যাঙ্কের কাছে খবর পৌছায়, ওই স্থানে ATM মেশিন কাজ করছে না। ঘটনার প্রাথমিক তদন্ত অনুসারে ব্যাঙ্কের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানান, মেশিন না ভেঙে মাত্র দুটো পাসওয়ার্ডের মাধ্যমে টাকা বার করে নিয়েছে দুই দুষ্কৃতি। এছাড়া মেশিনের ডিসপেন্সার ট্রে খুলে নিয়ে গেছে। টাকার তোলার ভান করে এটিএমে প্রবেশ করে তারা। মেশিন না ভেঙে পাসওয়ার্ড দিয়ে হ্যাকিং এর মাধ্যমে টাকা তুলে নেয়। ফলত প্রয়োজন হয়নি এটিএম মেশিন ভেঙে ফেলার। এর আগেও এমনভাবেই দু-বার মোটা অঙ্কের টাকা লোপাট হয়েছে। ঘটনাটি ঘটার সময় ATM এ কোনো নিরাপত্তারক্ষী না থাকায় প্রশ্ন উঠছে ব্যাঙ্কের দায়িত্ব নিয়ে। সিসিটিভি ফুটেজ এসেছে পুলিশের হাতে। ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতিদের নাগাল পাওয়ার চেষ্টা চলছে।

দু-দিন আগে কলকাতার এটিএম প্রতারণার ঘটনায় দুই রোমানিয়ানকে দিল্লি থেকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লি এলাকায় আগরওয়াল সুইটসের দেকানের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে ওই দু’জনকে প্রথমে আটক করা হয়েছিল। ওই এটিএম থেকেই কলকাতার গ্রাহকদের অধিকাংশ টাকা জালিয়াতি করে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এটিএম চত্বরে গত ক’দিনে নজরদারি চালানো হয়। তারপরই ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। ওই এটিএমে কোনও রক্ষী ছিলেন না বলে খবর।

ATM
Advertisment