Jammu Kashmir: জম্মু ও কাশ্মীরের ৩টি জায়গায় সেনা-জঙ্গির গুলির লড়াই! নিকেশ ৪ জঙ্গি । হামলায় আহত হয়েছেন এক সিআরপিএফ জওয়ান।
নির্বাচন পর্ব মিটতেই একের পর এক জঙ্গি হামলায় রক্তাক্ত হয়ে উঠেছে উপত্যকা। গত এক মাসে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এদিকে শ্রীনগর এবং অনন্তনাগে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে চার জঙ্গি নিহত হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।
শনিবার (2 অক্টোবর 2024) জম্মু ও কাশ্মীরের তিনটি জায়গায় সেনা ও জঙ্গিদের মধ্যে চলে তুমুল গুলির লড়াই। শ্রীনগরে সকাল থেকে চলা এনকাউন্টারে এক জঙ্গি নিহত ও এক CRPF জওয়ান আহত হয়েছেন। অপরদিকে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে দুটি জায়গায় সেনাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে জঙ্গিরা। হামলার পালটা জবাব দেয় বাহিনী। কোকারনাগ এলাকায় এনকাউন্টারে নিরাপত্তা বাহিনীর হাতে নিহত হয়েছে এক জঙ্গি। এছাড়াও অনন্তনাগের কাচওয়ানে নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে আরও একটি এনকাউন্টারের ঘটনা ঘটে। যাতে মৃত্যু হয়েছে ২ জঙ্গির।
সলমনের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোয় 'মোস্ট ওয়ান্টেড' লুকিয়ে আমেরিকায়? অ্যাকশনে মুম্বই পুলিশ!
এর আগে সোমবার (28 অক্টোবর 2024) জঙ্গিরা জম্মু ও কাশ্মীরের আখনুর এলাকায় সেনাবাহিনীর একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায়, যার পালটা জবাব দেয় সেনাবাহিনী। এলাকা ঘিরে চলে তল্লাশি অভিযান। অপরদিকে গুলমার্গের কাছে জঙ্গিরা একটি সেনার কনভয়ে হামলা চালালে দুই সেনাকর্মী এবং দুই স্থানীয় মালবাহককের মৃত্যু হয়। এই হামলায় আহত আরেক সেনা পরদিন শহীদ হন।
এদিকে জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনাকে "দুর্ভাগ্যজনক" বলে বর্ণনা করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার প্রতিরক্ষামন্ত্রী বলেন, উপত্যকায় সন্ত্রাসবাদী হামলা রুখতে তৎপর রয়েছে ভারতীয় সেনা। সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। নিরাপত্তা বাহিনী জঙ্গি হামলার যোগ্য জবাব দিচ্ছে। আগের তুলনায় হামলার সংখ্যা কমেছে বলেও উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী। তিনি আরও বলেন, 'নিরাপত্তা বাহিনী সব সময় সতর্ক রয়েছে এবং এমন পরিস্থিতি আসবে যখন জম্মু ও কাশ্মীর থেকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে। রাজনাথ সিং "হামলায় একাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। এর থেকে এটা স্পষ্ট যে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রমাগত চেষ্টা করছে'।