Advertisment

উপত্যকায় ফের সাফল্য নিরাপত্তাবাহিনীর, কুলগামে সেনার গুলিতে নিহত ২ জঙ্গি

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতেই হানা দেয় পুলিশ-সেনার যৌথ বাহিনী। রাতভর দফায়-দফায় জঙ্গি-সেনা গুলির লড়াই চলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Two militants killed in encounter in South Kashmir’s Kulgam; sixth in last 5 days

গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতেই হানা দেয় পুলিশ-সেনার যৌথ বাহিনী।

উপত্যকায় জঙ্গি দমন অভিযানে আবারও সাফল্য সেনার। দক্ষিণ কাশ্মীরের কুলগামে নিরাপত্তাবাহিনীর গুলিতে নিহত ২ জঙ্গি। সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে চলে অভিযান। পুলিশ-সেনার যৌথবাহিনী এলাকায় পৌঁছতেই গোপন ডেরা থেকে লুকিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা। জঙ্গি-নিরাপত্তাবাহিনী বেশ কিছুক্ষণ ধরে চলে গুলির লড়াই। শেষমেশ যৌথবাহিনীর গুলিতে ২ জঙ্গির মৃত্যু হয়েছে। এলাকায় আরও কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান সেনার। তাদের খোঁজে এলাকায় জারি চিরুনি তল্লাশি।

Advertisment

ভূস্বর্গে জঙ্গি দমন অভিযানে ফের সাফল্য। জানা গিয়েছে, বুধবার রাতে কুলগামের রেদয়ানি বালা গ্রামে বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকার খবর মেলে। গোপন সূত্রে এই খবর পেয়েই জম্মু কাশ্মীর পুলিশকে সঙ্গে নিয় ওই এলাকায় অভিযানের ছক কষে ফেলে সেনাবাহিনী। বুধবার রাতেই সেখানে পৌঁছে গোটা এলাকা ঘিরে ফেলা হয়। তবে এলাকায় নিরাপত্তাবাহিনী পৌঁছে যেতেই তা টের পেয়ে যায় জঙ্গিরা। গোপন ডেরা থেকে লুকিয়ে গুলি ছুঁড়তে শুরু করে তারা।

জঙ্গিদের গুলির পাল্টা জবাব দেয় সেনা-পুলিশের যৌথ বাহিনীও। রাতভর দফায়-দফায় চলে গুলির লড়াই। তবে গোটা এলাকাটি যৌথবাহিনীর সদস্যরা ঘিরে ফেলায় সুবিধা করতে পারেনি জঙ্গিরা। বেশ কিছুক্ষণ ধরে চলা গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। তবে নিহত ২ জঙ্গি কোন সংগঠনের সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি। এলাকায় আরও বেশ কয়েকজন জঙ্গি লুকিয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। তাদের খোঁজে রেদওয়ানি বালা গ্রামে চিরুনি তল্লাশি জারি।

আরও পড়ুন- নারী ক্ষমতায়নে জোর, মহিলাদের বিয়ের ন্যূনতম বয়স বাড়ানোর পথে কেন্দ্র

সাম্প্রতিক সময়ে উপত্যকা জুড়ে জঙ্গি নাশকতা বেড়ে চলেছে। তবে তাদের দমনেও তৎপরতা জারি রেখেছে নিরাপত্তাবাহিনী। গত ৬ দিনে জম্মু কাশ্মীরের বিভিন্ন প্রান্তে সেনার গুলিতে ৬ জঙ্গির মৃত্যু হয়েছে। বুধবার সেনার গুলিতে পুলওয়ামায় হিজবুল মুজাহিদিনের অন্যতম শীর্ষ জঙ্গি ফিরোজ আহমেদ দার নিহত হয়েছে। তারও আগে গত সোমবার শ্রীনগরের কাছে রাঙ্গরেথ এলাকায় নিরাপত্তাবাহিনীর সদস্যদের গুলিতে আরও ২ জঙ্গি নিহত হয়। গত রবিবার ভোরে অবন্তীপোরায় সেনার গুলিতে নিহ হয় আরও এক জঙ্গি।

Read full story in English

ইন্ডিয়ানএক্সপ্রেসবাংলাএখন টেলিগ্রামে, পড়তেথাকুন

jammu and kashmir militants Kashmir Militancy
Advertisment