আবারও জম্মু-কাশ্মীরে জঙ্গি দমন করল সেনা। মঙ্গলবার ত্রাল জেলায় গুলির লড়াইয়ে দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সোমবার রাত থেকেই ওই এলাকায় সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন, ‘‘কাশ্মীর শীঘ্রই স্বাধীন হবে’’, পুলওয়ামা হামলার আগে বার্তা আজহারের
উল্লেখ্য, এর আগে জম্মু-কাশ্মীরের হান্দওয়ারায় ৬০ ঘণ্টা ধরে সেনা-জঙ্গি গুলির লড়াই চলে। যে ঘটনাতেও দুই জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছিল। এনকাউন্টারে ৫ সেনা জওয়ান ও এক স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানানো হয়েছে, জঙ্গিরা লস্কর-এ-তইবার। এক জঙ্গি বিদেশি বলেও জানিয়েছে পুলিশ।
অন্যদিকে, সোমবার কাকভোরে জম্মু-কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর ফের গোলাবর্ষণ চালায় পাক সেনা। মর্টারও ছোড়ে পাক বাহিনী। এ ঘটনায় পাকিস্তানকে পাল্টা কড়া জবাব দেয় ভারত। শুক্রবার পুঞ্চ জেলায় নিয়ন্ত্রণরেখাতেও গোলাবর্ষণ চালিয়েছিল পাকিস্তান। যে ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়, জখম হন আরও কয়েকজন। নিহতদের মধ্যে রয়েছেন ২ শিশু-সহ এক মহিলা। প্রতিরক্ষামন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, শুক্রবার পুঞ্চের সালোত্রি এলাকায় পাক বাহিনীর গোলাবর্ষণে অনেকে জখম হয়েছেন। বাসিন্দাদের টার্গেট করে গোলাবর্ষণ চালাচ্ছে পাক বাহিনী । পুঞ্চ ছাড়াও, মানকোট, বালাকোট, নৌশেরা এলাকাতেও পাক গোলাবর্ষণ চলে বলে জানা গিয়েছে।
Read the full story in English