Advertisment

বাঁদরের ‘বদলা’য় ছারখার মহারাষ্ট্রের বিড! কুকুরছানা মেরে বন দফতরের জালে দুই

Maharashtra: ‘কুকুরের আক্রমণে একটি বাঁদর ছানার মৃত্যুর খবর মিলেছিল। কিন্তু সেই ঘটনার বদলা নিতেই কুকুরছানাদের হত্যা কিনা, স্পষ্ট করে বলা যাবে না।‘   

author-image
IE Bangla Web Desk
New Update
Maharashtra, Monkey's Avenge, Forest Department

প্রতীকী ছবি।

Maharastra: বাঁদরের প্রতিহিংসায় সন্তানহারা মহারাষ্ট্রের বিড জেলার একাধিক পথকুকুর। প্রশাসনের কাছে এমন অভিযোগ করেছেন জেলার লাভুল গ্রামের আশঙ্কিত বাসিন্দারা। তারপরেই বন দফতর আটক করেছে দুটি হিংস্র বাঁদরকে। তবে আদৌ প্রতিহিংসা, না কুকুরছানা হত্যার পিছনে বাঁদরের অন্য কারণ? খতিয়ে দেখছে জেলা প্রশাসন।

Advertisment

জানা গিয়েছে, গত কয়েকদিনে ওই দুই বাঁদরের হাতে খুন হয়েছে গ্রামের একাধিক কুকুরছানা। এই ঘটনার পিছনে অবশ্য গ্রামের পথকুকুরদের আক্রমণে একটি বাঁদরছানার মৃত্যুর কারণকে কাঠগড়ায় তুলছেন গ্রামবাসীরা। তবে মজলগাঁও তালুকের মহকুমা অফিস সূত্রে খবর, এখনও পর্যন্ত প্রতিহিংসাপরায়ণ হয়েই বাঁদরগুলোর কুকুরছানা হত্যার কোনও প্রমাণ মেলেনি।  

প্রশাসনের বক্তব্য, ‘মানুষ ছাড়া অন্য স্তন্যপায়ীদের মনস্তত্ব নিয়ে আমরা ওয়াকিবহাল নই। তাই কুকুরছানাদের মারার সঠিক কারণ বলা যাবে না।‘ তবে জেলাশাসক গ্রামবাসীদের দাবিকেই মান্যতা দিয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে তিনি বলেছেন, ‘কুকুরের আক্রমণে একটি বাঁদর ছানার মৃত্যুর খবর মিলেছিল। কিন্তু সেই ঘটনার বদলা নিতেই কুকুরছানাদের হত্যা কিনা, স্পষ্ট করে বলা যাবে না।‘     

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Puppy Killing Moneky's Avenge Forest Department Maharashtra
Advertisment