Advertisment

কেরালায় গ্লাইডার দুর্ঘটনা, নিহত দুই নৌসেনা অফিসার

ইতিমধ্যেই দক্ষিন নেভাল কমান্ড বোর্ডকে তদন্তের আদেশ দিয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

গ্লাইডার দুর্ঘটনার জেরে নিহত ভারতীয় নৌ বাহিনীর দুই অফিসার। এই দুর্ঘটনায় লেফটেনেন্ট রাজীব ঝাঁ আর পেটি অফিসার সুনীল কুমার প্রাণ হারান। নৌসেনার বেসের পাশে থোপ্পুমপাডি ব্রিজের পাশে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনাগ্রস্ত পাওয়ার গ্লাইডার আইএনএস গরুড় থেকে আকাশে উড়ে গিয়েছিল। ইতিমধ্যেই দক্ষিন নেভাল কমান্ড বোর্ডকে তদন্তের আদেশ দিয়েছে।

Advertisment

শনিবার কর্নাটকের কারবাড়ে প্যারাগ্লাইডিংয়ের সময় হওয়ার দুর্ঘটনায় এক আধিকারিকের মৃত্যু হয়। তবে ওই দুর্ঘটনায় প্রশিক্ষকের প্রাণ বেঁচে যায়। আধিকারিক সুত্র থেকে জানা যায় যে, আধিকারিক ও প্রশিক্ষক রবীন্দ্রনাথ ঠাকুর উপকূলে প্যারাগ্লাইডিং করছিল। সেই সময় কিছু যান্ত্রিক ত্রুটির কারণে গ্লাইডার সমুদ্রে ভেঙে পড়ে।

উল্লেখ্য, লাদাখ সংঘাতের আবহে যেখানে সেনার সমস্ত মহল সতর্কতায় রয়েছে, সেখানে এমন দুর্ঘটনা নিয়ে নানা প্রশ্ন উঠছে।

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

accident Indian Navy
Advertisment