Advertisment

সুপ্রিম কোর্টের বাইরে আত্মঘাতী হওয়ার চেষ্টা! কারণ খতিয়ে দেখছে দিল্লি পুলিশ

Supreme Court: গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় দুই জন চিকিৎসাধীন।

author-image
IE Bangla Web Desk
New Update
Wont file detailed affidavit Centre tells SC on Pegasus row

সুপ্রিম কোর্ট

Supreme Court: সুপ্রিম কোর্টের বাইরে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক পুরুষ এবং মহিলার। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় দুই জন চিকিৎসাধীন। আদালত চত্বরের ভগবান দাস রোড এলাকায় এই ঘটনা ঘটেছে। দিল্লি পুলিশ সূত্রে খবর, কেন এই দু’জন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছেন খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে ঘটনাস্থল থেকে কেরোসিন উদ্ধার করেছে পুলিশ। সেটাই গায়ে লাগিয়ে আগুন ধরিয়েছিলেন ওই দু’জন। এমনটাই সন্দেহ পুলিশের।

Advertisment

দিল্লি পুলিশের ডিসিপি দীপক যাদব বলেন, ‘সুপ্রিম কোর্টের গেটে কর্তব্যরত পুলিশকর্মীরা বিষয়টি দেখে সঙ্গে সঙ্গে ছুটে যান। কম্বল দিয়ে আগুন নিভিয়ে গুরুতর অগ্নিদগ্ধ ওই দু’জনকে রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।‘  

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

supreme court Delhi Police Men and Women Set Ablaze Kerosene
Advertisment