Advertisment

করোনা মুক্ত দু'জনের শরীরে ফের থাবা ভাইরাসের

পরীক্ষার ফল নেগেটিভ আসায় করোনা আক্রান্ত ২ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
corona, করোনা

প্রতীকী ছবি।

করোনা মুক্ত দু'জনের শরীরে ফের মিলল কোভিড ১৯। এমনটাই ঘটেছে গুজরাতের পটান জেলায়। পরীক্ষার ফল নেগেটিভ আসায় করোনা আক্রান্ত ২ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। তাঁরা ১৪ দিনের কোয়ারেন্টিনে ছিলেন। এরপর গত ২২ এপ্রিল তাঁদের দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার ফল পজিটিভ মিলেছে। ফলে ওই দুই করোনা আক্রান্তকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisment

প্রোটোকল মেনে ধরপুরের পটান সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে দুই করোনা আক্রান্তকে। জানা গিয়েছে, ভাইরাসে আক্রান্ত ৬০ বছর বয়সী এক ব্য়ক্তি ও ৫৫ বছর বয়সী এক মহিলা সিধপুরের বাসিন্দা।

আরও পড়ুন: কোভিড ১৯-এর প্রতিষেধক- মানুষের উপর পরীক্ষা শুরু

পটানের জেলা উন্নয়ন আধিকারিক ডিকে পারেখ জানিয়েছেন, এক সপ্তাহ আগে পটান সিভিল হাসপাতাল থেকে করোনা মুক্ত হয়েছেন ৯ জন। হাসপাতাল থেকে ছাড়ার পর ওই ৯ জনকে সিধপুরে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কোয়ারেন্টিন শেষের পর বাড়ি ফেরার আগে ফের তাঁদের পরীক্ষা করানো হয়। সেখানেই দেখা গিয়েছে, ৭ জনের পরীক্ষার ফল নেগেটিভ ও ২ জনের করোনা পরীক্ষার ফল পজিটিভ।

তিনি আরও বলেছেন, ''পটান সিভিল হাসপাতালে ওই দু'জনকে ভর্তি করা হয়েছে। রাজ্য় প্রশাসনকে আমরা বিষয়টি জানিয়েছি। এই দুই পজিটিভ কেসের আগে আগে ৩জন করোনা আক্রান্ত ছিলেন। এখন করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ৫''।

পটান সিভিল হাসপাতালের চিকিৎসক মেহুল পটেল বলেছেন, করোনা আক্রান্ত রোগীদের মধ্য়ে এ ধরনের সম্ভাবনা থাকে যে, তাঁদের হয়তো প্রথমে পরীক্ষার ফল নেগেটিভ মিলতে পারে, পরে আবার পজিটিভ মিলতে পারে।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment