/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/handcuff-7591113.jpg)
এটিএম প্রতারণার ঘটনায় আটক কিংপিন নানা। ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।
ফাঁদে ঠিক পাখিই যে ধরা পড়েছিল, সে ব্যাপারে গতকালই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিল লালবাজার। অবশেষে আন্দাজ মিলে গেল এবং দিন কয়েকের তদন্তেই সাফল্য এলো। শহরে এটিএম প্রতারণার ঘটনায় দুই রোমানিয়ানকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। আজ তাদের তোলা হয় ব্যাঙ্কশাল কোর্টে।
গতকালই দক্ষিণ-পশ্চিম দিল্লি থেকে দুই রোমানিয়ান দুমিত্রু ক্লেন ও ওপ্রিয়া ওভিডিউ সিমনকে প্রথমে আটক করে কলকাতা পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের পর ওই দুই রোমানিয়ানকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। এ ঘটনায় আরও একজনের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে সূত্র মারফৎ জানা গিয়েছে। ধৃতদের থেকে প্রায় ১৮-২০টি ক্লোন কার্ড উদ্ধার করা হয়েছে। এছাড়াও পাসপোর্ট, কালো রঙের মুখোশ উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের ট্রানজিট রিমান্ডে দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন: কীভাবে এড়াবেন এটিএম প্রতারণা? উত্তর দিলেন বিশেষজ্ঞরা
লালবাজার সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ-পশ্চিম দিল্লি এলাকায় আগরওয়াল সুইটসের দেকানের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে ওই দু'জনকে প্রথমে আটক করা হয়েছিল। ওই এটিএম থেকেই এ শহরে গ্রাহকদের অধিকাংশ টাকা জালিয়াতি করে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এটিএম চত্বরে গত ক'দিনে নজরদারি চালানো হয়। তারপরই ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। ওই এটিএমে কোনও রক্ষী ছিলেন না বলে খবর। উল্লেখ্য, এ শহরে এটিএমে জালিয়াতি করে গ্রাহকদের টাকা দিল্লি থেকে তোলা হয়েছে বলে প্রথম থেকেই জানিয়েছিল পুলিশ।সিসিটিভি ফিটেজে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। ওই মুখোশধারীর সঙ্গে আটকদের মিল থাকায় সন্দেহ বেড়েছিল পুলিশের।
ধৃতরা মূলত দিল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকত। হিন্দি ভাষাতে তাদের সামান্য দখলের কথাও জানিয়েছে পুলিশ। ওই দুই রোমানিয়ান কলকাতাতে এসেছিল বলে জানা গিয়েছে। কসবা এলাকায় ওই দুই ব্যক্তি ছিল বলে জানতে পেরেছে পুলিশ। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কলকাতায় ওই রোমানিয়ানরা ছিল বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।