Advertisment

এটিএম প্রতারণায় দিল্লিতে কলকাতা পুলিশের হাতে আটক দুই রোমানিয়ান

আটক দুই রোমানিয়ান নাগরিকদের কাছ থেকে ১৮-২০টি ক্লোন কার্ড পাওয়া গিয়েছে। এছাড়া একটি কালো রঙের মুখোশ এবং পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
sim swipe, সিম সোয়াইপ

মোবাইলের সিমকার্ডের মাধ্যমেই এবার জালিয়াতি করতে পারে প্রতারকরা, যার পোশাকি নাম, ‘সিম সোয়াইপ ফ্রড’।প্রতীকী ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

এ শহরে এর আগে নানাধরনের প্রতারণার ঘটনায় ধরা পড়েছে একাধিক বিদেশি নাগরিক। কিন্তু সাম্প্রতিক এটিএম প্রতারণার কিনারা করতে কলকাতা পুলিশ পাড়ি জমালো দিল্লি, যেখানে আজ দুই রোমানিয়ান নাগরিককে এটিএমে জালিয়াতি করে টাকা হাতানোর ঘটনায় সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ১৮-২০টি ক্লোন কার্ড পাওয়া গিয়েছে। এছাড়া একটি কালো রঙের মুখোশ এবং পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। আটক দুই রোমানিয়ানের নাম দুমিত্রু ক্লেন ও ওপ্রিয়া ওভিডিউ সিমন বলে পুলিশ সূত্রে খবর।

Advertisment

দক্ষিণ-পশ্চিম দিল্লি এলাকায় আগরওয়াল সুইটসের দেকানের পাশে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম থেকে ওই দু'জনকে আটক করা হয়েছে বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। ওই এটিএম থেকেই কলকাতার গ্রাহকদের অধিকাংশ টাকা জালিয়াতি করে তোলা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই এটিএম চত্বরে গত ক'দিনে নজরদারি চালানো হয়। তারপরই ওই দুই সন্দেহভাজনকে আটক করা হয়। এটিএমে কোনও রক্ষী ছিলেন না বলে খবর। উল্লেখ্য, এ শহরে এটিএমে জালিয়াতি করে গ্রাহকদের টাকা দিল্লি থেকে তোলা হয়েছে বলে প্রথম থেকেই জানিয়েছিল পুলিশ।

আরও পড়ুন: কীভাবে এড়াবেন এটিএম প্রতারণা? উত্তর দিলেন বিশেষজ্ঞরা

সিসিটিভি ফুটেজে মুখোশ পরা এক ব্যক্তিকে দেখা গিয়েছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই মুখোশধারীর সঙ্গে আটকদের মিল রয়েছে। ওই দুই রোমানিয়ানকে আপাতত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

ওই ব্যক্তিদের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে মনে করা হচ্ছে। লালবাজার থেকে জানা গিয়েছে, আটকরা দিল্লিতে একটি ভাড়াবাড়িতে থাকত। হিন্দি ভাষাতে তাদের সামান্য দখল রয়েছে। ওই দুই রোমানিয়ান কলকাতাতে এসেছিল বলেও জানা গিয়েছে, এবং কসবা এলাকায় উঠেছিল বলে জানতে পেরেছে পুলিশ। মার্চ মাসের শেষ সপ্তাহ থেকে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ওই দুজন কলকাতায় ছিল বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।

দিল্লিতে এর আগেও এটিএম প্রতারণার ঘটনায় কিছু রোমানিয়ান নাগরিক ধরা পড়েছে বলে জানা গিয়েছে।

kolkata police kolkata news kolkata ATM
Advertisment