দুই তফসিলি যুবককে বিবস্ত্র করে মারধর ও ছিনতাইয়ের পর গায়ে প্রস্রাবের ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এ ঘটনায় মোট ৬ জনকে গ্রেফতার করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। গ্রেফতার হওয়া সকলেরই বয়স ২১ থেকে ২৫ বছরের মধ্যে। ঘটনার সময় সকলেই মদ্যপ ছিলেন বলেই পুলিশ সূত্রে জানানো হয়েছে।
নদীতে স্নান সেরে ফেরার সময় ২ যুবকের পথ আটকায় জনা ছয়েক দুষ্কৃতী। অভিযোগ তারা প্রথমেই ২ যুবকের কাছে তাদের পরিচয় জানতে চায়। পরিচয় জানার পর ছয়জনের দল তাদের ওপর হামলা চালায়। এসময় অভিযুক্তরা তাদের মারধর করে। এমনকি গায়ে প্রস্রাব করা হয় বলেই জানিয়েছেন অভিযোগকারীরা। এই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের করেন তারা। পুলিশ জানিয়েছে সকলের বিরুদ্ধে SC/ST আইন সহ আইপিসির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।
তামিলনাড়ুতে দুই তফসিলিকে মারধর, অমানবিক আচরণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এরপর রাজ্যজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়। তামিলনাড়ু পুলিশ দুই তপশিলি জাতি যুবকের উপর হামলা, বিবস্ত্র এবং প্রস্রাব করার অভিযোগে মোট ছয়জনকে গ্রেফতার করেছে। ২ যুবকের অভিযোগের ভিত্তিতে SC/ST আইন সহ আইপিসির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ৩০ অক্টোবর। ঘটনার আগে ২ যুবক স্থানীয় একটি নদীতে স্নান করতে গিয়েছিল। স্নান সেরে বাড়ি ফেরার পথে ৬ মদ্যপ যুবক তাদের পথ আটকায়। জাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয় বলেও অভিযোগ। এরপর তাদের দুজনকে ধরে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। ঘটনার পর ২ যুবককে তিরুনেলভেলি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার কথা জানিয়ে এক যুবক বলেন, ‘আমাদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়। আমাদের ছেড়ে যাওয়ার আগে ৬ যুবক আমাদের কাছ থেকে ৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও এটিএম কার্ডও ছিনিয়ে নেয়। কাছাকাছি এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার পর, আমরা আমাদের বাবা-মায়ের সাথে যোগাযোগ করি, যারা আমাদের তিরুনেলভেলি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে’।