/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/02/aero-show-plane-crash-759.jpg)
সূর্যকিরণ টিমের দুটি বিমান ভেঙে দুর্ঘটনা।ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
বেঙ্গালুরুর ইয়েলাহাঙ্কা এয়ারবেসে ভেঙে পড়ল বিমান। সূর্যকিরণ টিমের দুটি হক বিমান ভেঙে পড়েছে বলে জানা গিয়েছে। অ্যারো ইন্ডিয়ার মহড়া চালাকালীনই বায়ুসেনার বিমান দুটি ভেঙে পড়ে বলে জানা গিয়েছে। বিমান দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে, অপর দুই পাইলট কোনও রকমে রক্ষা পেয়েছেন। বিমান দুর্ঘটনায় জখম হয়েছেন এক স্থানীয় বাসিন্দাও।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে ডিজিপি(ফায়ার) এম এন রেড্ডি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘‘তিনজন পাইলট ছিলেন। একজন মারা গিয়েছেন। অপর দু’জন জখম হয়েছেন।’’
আরও পড়ুন, চলে গেলেন গ্লোবাল ওয়ার্মিং-এর ধারণাকে ঘরে ঘরে পরিচিত করে তোলা বিজ্ঞানী
Two aircraft of the Surya Kiran Aerobatics Team crash at the Yelahanka airbase in Bengaluru. More details awaited. pic.twitter.com/LOpVMMeNTZ
— ANI (@ANI) February 19, 2019
WATCH: Two Hawk aircraft crash close to the Yelahanka airbase in Bengaluru. One civilian reportedly injured while both pilots ejected safely.https://t.co/Mlj8suFurxpic.twitter.com/t45p3mUVNz
— The Indian Express (@IndianExpress) February 19, 2019
আরও পড়ুন, পুলওয়ামা হামলার নেপথ্যে পাকিস্তানই, দাবি সেনার
সংবাদসংস্থা পিটিআইকে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘‘দুর্ঘটনার খবর পেয়েছি।’’ উল্লেখ্য, বুধবার বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া শো। ওই শোয়ের মহড়া চলার সময়ই এদিন দুটি বিমান ভেঙে পড়ে।
বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বায়ুসেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘‘এদিন সকাল ১১টা ৫০ মিনিট নাগাদ ইয়েলাহাঙ্কা এারবেসের কাছে সূর্য কিরণ টিমের দুটি হক বিমান ভেঙে পড়ে।’’
Read the full story in English