Advertisment

জাতীয় সড়কে যুদ্ধবিমানের জরুরি অবতরণ! মহড়া রানের সওয়ারি রাজনাথ-গডকরি

Indian Air Force: রাজস্থানের বারমের জাতীয় সড়কে হবে এই মহড়া রান।

author-image
IE Bangla Web Desk
New Update
IAF, Rafale Fighter Jet, RKS Bhadauria, Bangla News

বায়ুসেনার অন্যতম অংশ ফরাসি যুদ্ধবিমান রাফালে। ফাইল ছবি

Indian Air Force: জাতীয় সড়কে যুদ্ধ বিমানের জরুরি অবতরণের মহড়া রান। চলতি সপ্তাহেই ঐতিহাসিক এই ঘটনার সাক্ষী থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গডকরি। রাজস্থানের বারমের জাতীয় সড়কে হবে এই মহড়া রান। বায়ুসেনার বিমান অবতরণের সুবিধার্থে বিশেষ ভাবে তৈরি এই সড়ক। সেটাকেই সাড়ে ৩ কিমি দীর্ঘ রানওয়ে হিসেবে ব্যবহার করবে বায়ুসেনা।

Advertisment

চলতি সপ্তাহেই এই রানওয়ের উদ্বোধন করবেন এই দুই মন্ত্রী। তাঁদের নিয়েই বায়ুসেনার যুদ্ধ বিমান জরুরি অবতরণ করবে সেই সড়কে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, এটাই দেশের প্রথম জাতীয় সড়ক, যাকে সেনা বিমান অবতরণের উপযোগী হিসেবে তৈরি করা হয়েছে।

এর আগে ২০১৭ সালে বায়ুসেনার একটি বিমান লখনউ-আগ্রা সড়কে জরুরি অবতরণের মহড়া রান করেছিল। সেই মহড়ার উদ্দেশ্য ছিল দেখে নেওয়া এই পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব কিনা। সেটাই ৪ বছর বাদে করে দেখাবে জাতীয় সড়ক কতৃপক্ষ। এই প্রকল্প রূপায়নে জাতীয় সড়ক কতৃপক্ষ ভারতীয় বায়ুসেনার সঙ্গে সমন্বয় রেখেই কাজ করেছে। জানা গিয়েছে, দেশের মোট ১২টি জাতীয় সড়ককে বায়ুসেনার এয়ার স্ট্রিপ হিসেবে তৈরি করা হয়েছে। সেখানেই যুদ্ধকালীন পরিস্থিতিতে জরুরি অবতরণ করবে সেনা বিমান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন   টেলিগ্রামেপড়তে থাকুন

rajnath singh IAF Nitin Gadkari NHAI National Highway Fighter Jets Barmer
Advertisment