Advertisment

শবরীমালায় ২ মহিলার প্রবেশ: বনধ-বয়কট-শুদ্ধিকরণে উত্তাল কেরালা

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুই মহিলার মন্দির দর্শনের খবরটি নিশ্চিত করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
sabarimala, শবরীমালা

স্পষ্ট করে কিছু জানাল না শীর্ষ আদালত

শবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশের প্রতিবাদে বৃহস্পতিবার বনধ ডাকল আরএসএস-সহ বেশ কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠন। এই বনধকে বিজেপি-ও প্রচ্ছন্নভাবে সমর্থন করতে পারে বলে খবর। তবে বৃহস্পতিবারের বনধে কোনওভাবেই অংশ নিচ্ছে না কেরালার পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। বরং বন্যায় ক্ষতিগ্রস্ত রাজ্যটির পর্যটন ব্যবসায়ীদের বড় অংশ এই বনধের বিরোধিতা করে দোকান খুলবে বলেই জানিয়েছে। এর আগেও হিন্দু সংগঠনের ডাকা বনধের বিরোধিতা করেছিল ব্যবসায়িক সংগঠনগুলি।

Advertisment

আয়াপ্পার মন্দিরে দুই মহিলার প্রবেশের বিষয়টি সরকারি ও পুলিশি স্তরে নিশ্চিত হওয়ার পরই মন্দিরের গর্ভগৃহ বন্ধ করে দেওয়া হয়। এরপর রীতিমতো প্রথা মেনে মন্দিরকে 'পবিত্র' করা হয় শাস্ত্র মতে।

উল্লেখ্য, বুধবার ভোর পৌনে চারটে নাগাদ কেরালার শবরীমালা মন্দিরে দুই মহিলার প্রবেশের ভিডিও ক্লিপ ছড়াতে শুরু করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে। শবরীমালা মন্দিরে সব বয়েসের মহিলাদের অবাধ প্রবেশের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের পর এদিনই প্রথম অবাধে প্রবেশ করতে পারলেন মহিলারা। জানা যায়, সাদা পোশাকের পুলিশি নিরাপত্তায় মন্দিরের পবিত্রস্থানে পৌঁছেছেন বছর চল্লিশের বিন্দু ও কনকদুর্গা। তবে, ব্রত করে যেভাবে ৪১ দিন ধরে ১৮টি ধাপ ডিঙিয়ে মন্দিরে দর্শনের চল রয়েছে, সে পথে না গিয়ে ভিআইপি প্রবেশ পথই বেছেছেন তাঁরা। এই মহিলাদের বিষয়ে বিশদ তথ্য জানা নেই বলে জানিয়েছে পাম্বা থানা।

কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন দুই মহিলার মন্দির দর্শনের খবরটি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেন, "পর্বতশঙ্কুল শবরীমালায় পৌঁছনো মহিলাদের জন্য রীতিমতো কঠিন। তাঁরা আজ মন্দিরে প্রবেশ করতে পেরেছেন, এর মানে নিশ্চিতভাবে কোনও বাধা ছিল না। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে মন্দির দর্শনে আগ্রহী মহিলাদের সম্পূর্ণ নিরাপত্তা দেওয়া হয়"।

উল্লেখ্য, নবজাগরণের মূল্যবোধ রক্ষা করতে মঙ্গলবার ৬২০ কিমি.-র মানবী প্রাচীর গড়েছিল কেরালার নারী শক্তি। তিরুঅনন্তপূরম থেকে উত্তর কেরালার কাসারাগোদ জেলা পর্যন্ত বিস্তৃত হয়েছিল লক্ষাধিক মানবীর এই প্রাচীর। মানবী প্রাচীরের এই কর্মসূচির পৃষ্ঠপোশকতা করেছে সে রাজ্যের সরকার এবং বেশ কয়েকটি হিন্দু সংগঠন। এই প্রাচীরটি শবরীমালা মন্দিরে সব বয়েসের মহিলাদের প্রবেশের পক্ষে সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে হলেও সরাসরি সেই বিষয়টির কোনও উল্লেখ থাকেনি।

Read the full story in English

kerala supreme court
Advertisment