scorecardresearch

গুরুদ্বারে চলল পরপর গুলি, মার্কিন মুলুকে চূড়ান্ত আতঙ্ক, গুরুতর আহত ২

ঘটনাস্থলে হাজির হয়েছে বিরাট পুলিশবাহিনী।

california gurudwara shooting, sacramento, sacramento gurudwara, gurudwara, california, california news, todays news, world news"
ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে গুলি

ক্যালিফোর্নিয়ার গুরুদ্বারে গুলি, আশঙ্কাজনক অবস্থায় ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলেই পুলিশ সূত্রে খবর।  

আমেরিকার ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টো কাউন্টিতে রবিবার গভীর রাতে একটি গুরুদ্বারে গুলি চালানোর ঘটনা ঘটে।মিডিয়া রিপোর্ট অনুসারে জানা গিয়েছে, তিনজনের মধ্যে গুলির লড়াইয়ে ২ জন গুলিবিদ্ধ হন। তাদের আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

কাউন্টি শেরিফের অফিস সূত্রে পাওয়া খবর অনুসারে তিনজন সকলেই সকলের পুর্বপরিচিত। ঘটনাটিকে ‘হেট ক্রাইম’ হিসাবে বিবেচনা করেনি মার্কিন পুলিশ। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

এবিষয়ে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন এটি প্রকাশ্য গুলিচালনার ঘটনা বা সন্ত্রাসবাদী আক্রমণ নয়। তিনজনই পুর্বপরিচিত। দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং তারা একে অপরকে লক্ষ্য গুলি চালায়। বর্তমানে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ২ জনের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে হাজির হয়েছে বিরাট পুলিশবাহিনী। এলাকা সিল করে দেওয়া হয়েছে। আপডেট অনুসারে আহতদের অবস্থা আশঙ্কাজনক।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Two wounded in gurudwara shooting in californias sacramento suspect still at large