scorecardresearch

স্পাই বেলুনের চক্করে ঘুম উড়েছে বাইডেন প্রশাসনের…একই ঘটনার পুনরাবৃত্তিতে বড়সড় নাশকতার ইঙ্গিত

কানাডা সীমান্তের কাছে লক্ষ্যবস্তুটিকে ফাইটার জেট যুদ্ধবিমান থেকে গুলি করে নামায় মার্কিন সেনা।

AER,AERO,COM,COMS,COMS08,CWP,DEF,ENV,GEN,INDG,INDG08,INDS,INDS08,NEWS1,POL,SATCOM,SECUR,TECH,TECH08,TEEQ,TEEQ08,TMT,TOPCMB,TOPNWS,WAR,WASH,WEA,EASIA,AMERS,US,NAMER,ASXPAC,EMRG,CN,ASIA,CDTY,MTPIX,PXP,GOVACT,GVGVF,HREP,PBFACT,SEN,MTVID,DIP,CA"

আমেরিকা আকাশে আরেকটি উড়ন্ত বস্তুকে গুলি করে নামাল মার্কিন সেনা, কানাডা সীমান্তের কাছে লক্ষ্যবস্তুটিকে ফাইটার জেট যুদ্ধবিমান থেকে গুলি করে নামায় মার্কিন সেনা। আমেরিকার আকাশে আবারও রহস্যজনক উড়ন্ত বস্তু। ঘুম উড়েছে বাইডেন প্রশাসনের। প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে মার্কিন সেনাবাহিনী গুলি করী নামায় এই বস্তুটিকে। যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্তে এই ঘটনায় হুলস্থূল পড়ে গিয়েছে। গত এক সপ্তাহের মধ্যেই মার্কিন আকাশে একই রকম চারটি ঘটনা সামনে এসেছে।

প্রেসিডেন্ট জো বাইডেন এই ধরনের রহস্যজনক বস্তুকে দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছেন। কানাডা-মার্কিন সীমান্তে মার্কিন সেনাবাহিনী রহস্যজনক বস্তুকে দেখেই ফাইটার জেট যুদ্ধবিমান থেকে গুলি করে নামায়। মার্কিন-কানাডিয়ান সীমান্তে হুরন হ্রদের উপর বস্তুটিকে লক্ষ্য করে মার্কিন সেনা। সেনাবাহিনী F-16 যুদ্ধবিমানের সাহায্যে এটিকে লক্ষ্য করে গুলি চালায় বলে মার্কিন সেনা সূত্রে খবর।

বিমানবাহিনীর মুখপাত্র গ্লেন ভ্যানহার্ক বলেছেন , উড়ন্ত রহস্যজনক বস্তুকে গুলি করে নামিয়েছে মার্কিন বিমানবাহিনী। এটাকে বেলুন বলা এখন ঠিক নয়। তিনি বলেন, টার্গেট করার পর এটি কানাডার সীমান্তের কাছে একটি হ্রদে পড়ে যায়। বর্তমানে এই নিয়ে তদন্ত চলছে। তিনি বলেন, পেন্টাগন এবং গোয়েন্দা কর্মকর্তারা আলাস্কা, কানাডা এবং মিশিগানের ওপর দিয়ে উড়ে আসা তিনটি অজ্ঞাত বস্তু খুঁজে বের করার চেষ্টা করছেন যা শুক্রবার, শনিবার এবং রবিবার মার্কিন যুদ্ধবিমান থেকে গুলি করে ভূপাতিত করা হয়।

মার্কিন সেনাবাহিনী জানায়, দুপুর ২.৪২ মিনিটে, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশে, F-16 যুদ্ধবিমান থেকে মার্কিন বায়ুসেনা প্রায় ২০ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা এক রহস্যজনক বস্তুকে গুলি করে তারা। অষ্টভুজের মতো আকৃতির এই বস্তু থেকে তার জাতীয় কিছু ঝুলতে দেখা গিয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, শনিবার বিকেল ৪টে ৪৫ মিনিট নাগাদ সেনাবাহিনীর নজরে আসে বস্তুটি।

আলাস্কার পর কানাডা আর সবশেষে মার্কিন-কানাডা সীমান্ত! একের পর এক সন্দেহজনক বস্তু ঘুম উড়িয়েছে বাইডেন প্রশাসনের। গত ২ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মন্টানা শহরে একটি চিনা গুপ্তচর বেলুন দেখা যায়। ৫ই ফেব্রুয়ারী, মার্কিন বিমান বাহিনী ক্যারোলিনা উপকূলের কাছে একটি F-22 যুদ্ধবিমান থেকে এটিকে গুলি করে মাটিতে নামায়। এটি ধ্বংস হওয়ার পরে, বিডেন তার ফাইটার পাইলটদের অভিনন্দন জানান। আমেরিকার এই পদক্ষেপের তীব্র আপত্তি জানিয়েছে চিন। চিনের তরফে বলা হয়, ‘আমেরিকা বেলুন ধ্বংস করে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করেছে’।

আমেরিকায় চিনের গুপ্তচর বেলুনের পর শুক্রবার আরেকটি সন্দেহজনক উড়ন্ত বস্তু দেখা যায়। আলাস্কার আকাশের উপর দিয়ে উড়ন্ত এই বস্তুটি আমেরিকান এয়ার ফোর্সের F-22 ফাইটার বিমান গুলি করে নামায়। আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি জানান, ৪০ হাজার ফুট উচ্চতায় উড়তে থাকা এই বস্তুটির গতি ছিল ঘণ্টায় ৬৪ কিমি। চিন থেকে ১২ হাজার কিলোমিটার দূরে, মাটি থেকে ২৪ ফুট উপরে আমেরিকার ভূখণ্ডে চিনা বেলুন কী করতে গিয়েছিল? চিন বলেছে যে তারা আবহাওয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন চিনের এই দাবি অস্বীকার করেছে।

বুধবার মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করেছে, চিন গোয়েন্দা বেলুনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক ব্যবস্থা পর্যবেক্ষণ করছে। চিনগত কয়েক বছর ধরে এটি করে আসছে এবং এখন পর্যন্ত ১২টি দেশে একই ধরনের বেলুন পাঠিয়ে তথ্য সংগ্রহ করেছে চিন।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: U s military brings down flying object over lake huron