Advertisment

Paper Leak Law: ১০ বছরের জেল, ১ কোটি টাকা জরিমানা…! দেশে জুড়ে কার্যকর সবচেয়ে 'বিপজ্জনক' আইন

মোদী সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত ।

author-image
IE Bangla Web Desk
New Update
The ongoing controversy could also delay the Central University Entrance Test (CUET-UG) results and cast a shadow over the undergraduate admissions calendar across Central universities, The Indian Express has learned.

চলমান বিতর্ক সেন্ট্রাল ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট (CUET-UG) এর ফলাফলগুলিকেও বিলম্বিত করতে পারে এবং সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়গুলিতে স্নাতক ভর্তি ক্যালেন্ডারের উপর ছায়া ফেলতে পারে, ইন্ডিয়ান এক্সপ্রেস শিখেছে। (বিশাল শ্রীবাস্তবের এক্সপ্রেস ছবি)

Public Examinations Act: দেশে কার্যকর হলো সবচেয়ে 'বিপজ্জনক' আইন, প্রশ্নপত্র ফাঁস রোধে মোদী সরকারের নজিরবিহীন সিদ্ধান্ত।

Advertisment

দেশজুড়ে প্রশ্নপত্র ফাঁসের ক্রমবর্ধমান ঘটনায় উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। গতকাল মধ্যরাতেই এক বিরাট সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র, পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট ২০২৪-এর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। NEET এবং UGC-NET পরীক্ষায় কারচুপির মধ্যেই মোদী সরকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। প্রশ্নপত্র ফাঁস এবং জালিয়াতি রোধে কঠোর আইন প্রয়োগের পথে হাঁটল তৃতীয় মোদী সরকার। যা একটি অত্যন্ত ঐতিহাসিক সিদ্ধান্ত।

এই আইনের অধীনে, প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় অভিযুক্তরা দোষী প্রমাণিত হলে সেই সকল ব্যক্তিদের ন্যূনতম তিন বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। জরিমানাসহ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড-র বিধান রয়েছে এই আইনে। দিতে হতে পারে ১০ লক্ষ টাকা জরিমানা। যদি কোনও নিয়ামক সংস্থা জালিয়াতি সম্পর্কে জেনেও কোনও পদক্ষেপ না করে, তবে সেক্ষেত্রে ওই সংস্থার ১ কোটি টাকা জরিমানা হতে পারে। ওই সংস্থার কোনও উচ্চপদস্থ আধিকারিক যুক্ত থাকে, তার সর্বনিম্ন ৩ এবং সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া ১ কোটি টাকা জরিমানাও হতে পারে। পরীক্ষা আয়োজক সংস্থার তরফে কেউ জালিয়াতিতে যুক্ত থাকলে, তার বিরুদ্ধেও নেওয়া হবে কড়া ব্যবস্থা। ন্যূনতম ৩ বছর এবং সর্বোচ্চ ১০ বছরের সাজা হতে পারে। জরিমানা ১ কোটি টাকা

আরও পড়ুন : < Nitish-Naidu On NEET Controversy: ‘অনিবার্য কারণে’ মুখে কুলুপ নীতীশ-নাইডুর, সরকারের শরিক থেকে দায় এড়ানো যাবে কী? >

১০ দিনের মধ্যে তিনটি বড় পরীক্ষা বাতিল করতে হয় মোদী সরকারকে। বাতিল হয় NEET , UGC-NET সবশেষে গতকাল রাত্রে বাতিল করা হয় CSIR-UGC-NET ২০২৪। উল্লেখ্য, 'পাবলিক এক্সামিনেশন অ্যাক্ট ২০২৪ ' চলতি বছর ফেব্রুয়ারিতে পাস হয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অনুমোদন প্রদান করেন । পরীক্ষায় আরও স্বচ্ছতা আনা এবং অনিয়ম এড়ানোই এই আইনের মূল উদ্দেশ্য।

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেছেন এই আইনের লক্ষ্য হল ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC), স্টাফ সিলেকশন কমিশন (SSC), রেলওয়ে, ব্যাঙ্কিং নিয়োগ পরীক্ষা এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত পাবলিক পরীক্ষায় দুর্নীতি রোধ করা।

আরও পড়ুন : < CSIR UGC NET Exam 2024: বিতর্ক যেন পিছু ছাড়ছে না, ফের বাতিল গুরুত্বপূর্ণ এই পরীক্ষা, সংকটে লাখ লাখ পড়ুয়া >

এই বছরের ফেব্রুয়ারিতে পাস হওয়া আইন শনিবার (২২ জুন) থেকে কার্যকর করেছে কেন্দ্রীয় সরকার। এই আইনে অপরাধীদের সর্বোচ্চ ১০ বছরের জেল এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। আইনের উদ্দেশ্য হচ্ছে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন ফাঁস ও নকল আটকানো।

amit shah modi Indian Law Question Paper Leaked
Advertisment