Advertisment

UK Election 2024: প্রধানমন্ত্রী পদে ফের ঋষি সুনাক? হাড্ডাহাড্ডি লড়াইয়ে হবে বাজিমাত? জবাব কিছুক্ষণেই

ব্রিটেনে আজ ভোটগ্রহণ! ৪ঠা জুলাই বৃহস্পতিবার ব্রিটেনে জনগণ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। নির্বাচনে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি এবং কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির মধ্যে চলছে সরাসরি 'প্রতিদ্বন্দ্বিতা'।

author-image
IE Bangla Web Desk
New Update
UK Election 2024 Live Updates: Will Rishi Sunak be able to fend off Keir Starmer challenge?

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এবং বিরোধী লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার সাধারণ নির্বাচনের দৌড়ে বিবিসি বিতর্কের সময়। (এপি ছবি)

UK Election 2024: ব্রিটেনে আজ ভোটগ্রহণ! ৪ঠা জুলাই বৃহস্পতিবার ব্রিটেনে জনগণ নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য ভোট দিচ্ছেন। নির্বাচনে ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি এবং কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির মধ্যে চলছে সরাসরি 'প্রতিদ্বন্দ্বিতা'।

Advertisment

সমীক্ষা বলছে যে লেবার পার্টি ১৪ বছরের শাসনের পর কনজারভেটিভ পার্টিকে ক্ষমতা থেকে সরিয়ে মসনদে বসতে চলেছে। ঋষি সুনাকের জায়গায় ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন কেয়ার স্টারমার। ব্রিটেনের ভোটাররা আজ তাদের ভোটদানের মাধ্যমে নতুন সরকার নির্বাচন করবেন। ভোটগ্রহণ শেষ হলেই শুরু হবে ভোট গণনা।

ফার্স্টপোস্টের প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনে ভোট শুরু হয়েছে সকাল ৭টায় (ভারতীয় সময় সকাল ১১.৩০)। ভোটাররা রাত ১০ টা (ভারতীয় সময় দুপুর ২.৩০ ) পর্যন্ত তাদের ভোট দিতে পারবেন। এই নির্বাচনে প্রায় পাঁচ কোটি মানুষ ভোটদানের মাধ্যমে সরকার নির্বাচিত করবেন। ভারতের মতো ব্রিটেনেও ভোট দেওয়ার বয়স ১৮ বছর বা তার বেশি।

স্থানীয় সময় রাত ১০ টায় (ভারতে দুপুর ২.৩০) ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এক্সিট পোল আসতে শুরু করবে। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ রাষ্ট্রবিজ্ঞানী জন কার্টিস এবং পরিসংখ্যানবিদ ডেভিড ফার্থের তৈরি একটি মডেলের ভিত্তিতে এক্সিট পোল অনুষ্ঠিত হবে। ব্রিটেনে ভোট গণনা শুরু হয় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই। শুক্রবার ভারতীয় সময় ভোর সাড়ে ৫টা থেকে ফলাফলের প্রাথমিক ট্রেন্ড আসতে শুরু করবে।

বৃহস্পতিবার রাতে গণনা শেষে শুক্রবার সকাল নাগাদ ফলাফল পরিষ্কার হবে। শুক্রবার সকাল ৭টার মধ্যে ব্রিটেনে নির্বাচনের ফলাফল সকলের সামনে স্পষ্ট হয়ে যাবে। কোন দল পরবর্তী সরকার গঠন করবে এবং কে হবেন পরবর্তী প্রধানমন্ত্রী তা স্রেফ সময়ের অপেক্ষা। ব্রিটেনে সংখ্যাগরিষ্ঠতা পেতে যে কোনো দলকে ৬৫০টি সংসদীয় আসনের মধ্যে ৩২৬ টি আসনে জিততে হবে।

আরও পড়ুন : < India-China Talks: পাকিস্তানকে ‘সবক’ শেখাতে চিনকে বন্ধুত্বের বার্তা! ‘মোদী ম্যাজিকে’ বুক কেঁপে উঠল শত্রু দেশের >

ব্রিটেনের রাজনীতিতে ৩০০-এর বেশি রেজিস্টার্ড দল থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কনজারভেটিভ এবং লেবার পার্টির মধ্যে। ভোটের আগে একাধিক সমীক্ষায় দাবি করা হয়েছিল ঋষি সুনাকের ১৮ মাসের মেয়াদ শেষ হবে এবং ১৪ বছর পর ব্রিটেনে কনজারভেটিভ পার্টি মসনদ হারাবে। লেবার পার্টি ক্ষমতায় এলে ৬১ বছর বয়সী কেয়ার স্টারমার প্রধানমন্ত্রী হবেন এটা প্রায় নিশ্চিত।

ব্রিটিশ নির্বাচনে ভারতীয় সম্প্রদায়ের ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ব্রিটেনে ১৮ লাখেরও বেশি ভারতীয় রয়েছেন। YouGov-এর রিপোর্ট অনুযায়ী, ৬৫% ভারতীয় ভোটার সুনাকের কনজারভেটিভ পার্টির দিক থেকে নজর সরিয়েছে।

UK poll 2024 Rishi Sunak Britain
Advertisment