Advertisment

Britain Elections: ব্রিটেনে পালাবদল! ১৪ বছরের খরা কাটিয়ে ইতিহাস গড়লেন লেবার পার্টির কের স্টার্মার

ইতিমধ্যে, ঋষি সুনাক পরাজয় স্বীকার করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Keir Starmer, leader of Britain's Labour Party and his wife Victoria Starmer attend a reception to celebrate Starmer's win in the election, at Tate Modern, in London

ব্রিটেনের লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার এবং তার স্ত্রী ভিক্টোরিয়া স্টারমার লন্ডনের টেট মডার্নে নির্বাচনে স্টারমারের জয় উদযাপনের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। (রয়টার্স)

Britain Elections: ব্রিটেনে সাধারণ নির্বাচনে ধরাশায়ী ঋষি সুনাকের দল। মাত্র ৫৮ টি আসনে এগিয়ে রয়েছে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টি। উল্লেখ্য, বৃহস্পতিবার ব্রিটেন জুড়ে ৬৫০টি আসনের নির্বাচন হয়। ভোটগ্রহণ শেষ হতেই শুরু হয় গণনা। শুক্রবার সকালে পরাজয় কার্যত মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী সুনাক প্রতিদ্বন্দ্বী স্টার্মারকে শুভেচ্ছা জানিয়েছে, যিনি ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছে। সুনাক বলেছেন, “ব্রিটেনের জনতা খুব স্পষ্ট রায় দিয়েছেন। এই ফলাফল থেকে অনেক কিছু শিখতে হবে। অনেক ভাবনা চিন্তা করা প্রয়োজন রয়েছে।”

Advertisment

ইতিমধ্যেই সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে লেবার পার্টি। অন্যদিকে ফলপ্রকাশের পরে ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী কের স্টার্মারের প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন ‘আমরা জিতে দেখিয়েছি’।

ব্রিটেনে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বড় জয় পেয়েছে লেবার পার্টি। কের স্টার্মারের নেতৃত্বে, লেবার পার্টি ১৪ বছর পর ক্ষমতা থেকে রক্ষণশীলদের উৎখাত করেছে। ব্রিটেনের ৬৫০ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ছিল ৩২৬ টি আসন। এখন পর্যন্ত যা খবর, কের স্টার্মারের লেবার পার্টি ৪০০ ছুঁয়েছে। কের স্টার্মারকে অভিনন্দন জানিয়েছে ঋষি সুনাক।

আরও পড়ুন : < Howrah Man Arrested: মুখ্যমন্ত্রীর সোশ্যাল মিডিয়া লাইভে মন্ত্রীর বিরুদ্ধে ‘বিস্ফোরক’ অভিযোগ, গ্রেফতারি নিয়ে পুলিশকে তুলোধোনা >

ব্রিটেনের সাধারণ নির্বাচনের ফলাফল প্রায় পরিষ্কার। ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন লেবার পার্টির কের স্টার্মার। তিনি সুনাকের কনজারভেটিভ পার্টি থেকে অনেক এগিয়ে আছেন এবং জয়ের জন্য ম্যাজিক ফিগার ছুঁয়েছেন। এক্সিট পোলে লেবার পার্টির জয়ের একটা পূর্বাভাস দেওয়া হয়েছিল যা সঠিক বলে প্রমাণিত হয়েছে। এর মধ্য দিয়ে ঋষি সুনাকের কনজারভেটিভ পার্টির ১৪ বছরের শাসনের অবসান হলো।

UK poll 2024 Rishi Sunak
Advertisment