ইজরায়েল ও সন্ত্রাসবাদী সংগঠন হামাসের মধ্যে যুদ্ধের আজ ১৩তম দিন। এই ১৩ দিনে ইজরায়েল ও গাজা উপত্যকার হাজার হাজার নাগরিক নিহত হয়েছেন। এই যুদ্ধ বিশ্বকে দু ভাগে বিভক্ত করেছে। বিশ্বের একটা বড় অংশের দেশ ইজরায়েলের সমর্থনে দাঁড়িয়েছে, আবার কিছু দেশ প্যালেস্তাইনের পক্ষে সুর চড়িয়েছেন। বুধবার (১৮ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইজরায়েল সফরকালীন সময়ে বিশ্বকে বার্তা দিয়েছেন যে তিনি এই যুদ্ধে ইজরায়েলের পাশে আছেন। এছাড়াও, গাজা উপত্যকার পরিস্থিতির উন্নতিতে মধ্যস্থতা করেছেন। সেই ধারাবাহিকতায় আজ ইজরায়েলে পৌঁছেছেন ব্রিটেনে প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ইজরায়েলে পৌঁছতেই ঋষি সুনাক বলেন, ‘আমরা ইজরায়েলের সঙ্গে আছি। সুনাকের পাশাপাশি জার্মান চ্যান্সেলর ওলাফ স্কোলজ ইজরায়েলের পাশে থেকে ইজরায়েলকে সমর্থন করেছেন। এদিকে, মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করেছেন সুনাক। তিনি বলেছেন, আমি ইজরায়েলে আছি। একটা জাতি শোকে নিমজ্জিত। আমিও তাদের দুঃখের ভাগিদার। সন্ত্রাসের বিরুদ্ধে আমি আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকব’।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ঋষি সুনাক। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দুই নেতা গাজা উপত্যকা ও ইজরায়েলের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন। এই যুদ্ধে যারা প্রাণ হারিয়েছেন তাদের প্রতিও শ্রদ্ধা জানানো হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, এই যুদ্ধের কারণে একজন সাধারণ নাগরিকের মৃত্যু নিয়ে মন্তব্য করবেন ঋষি সুনক।
গাজার একটি হাসপাতালে হামলার কথা উল্লেখ করে ঋষি সুনাক বলেন, "বিশ্বে সংঘাতের বৃদ্ধি রোধে আন্তর্জাতিক নেতাদের একত্রিত হওয়ার সময় এসেছে।" শীঘ্রই গাজার নাগরিকদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে। সুনাক যত তাড়াতাড়ি সম্ভব মানবিক সংকট মোকাবিলায় সেফ করিডোর শুরু করার জন্য নেতানিয়াহুকে অনুরোধ করবেন।