Advertisment

বিজয় মাল্য়র প্রত্য়র্পণের আগে 'গোপনীয়' আইনি জট কাটাতে হবে, জানাল ব্রিটিশ হাইকমিশন

''ব্রিটেনের আইন অনুযায়ী, আইনি জট পুরোপুরি না কাটা পর্যন্ত প্রত্য়র্পণ সম্ভব নয়। এ ইস্য়ুটি গোপনীয়। আমরা সবিস্তারে জানাতে পারব না''।

author-image
IE Bangla Web Desk
New Update
সীমান্তে জট কাটাতে তৎপর ভারত-চিন-ফের অন্তঃসত্ত্বা হাতির মৃত্য়ু-হেফাজতেই নীরব মোদী-সীমান্তে পাক হামলা

বিজয় মাল্য়।

বিজয় মাল্য়কে ভারতে প্রত্য়র্পণের বিষয়টি আপাতত ঝুলেই রইল। বৃহস্পতিবার ব্রিটিশ হাইকমিশনের তরফে জানানো হয়েছে, লিকার ব্য়ারন মাল্য়কে ঘিরে এখনও কিছু গোপনীয় আইনি বিষয়ে সুরাহা হয়নি। বিজয় মাল্য়ের প্রত্য়র্পণের আগে ওই আইনি বিষয়ের সমাধান প্রয়োজন রয়েছে।

Advertisment

ঠিক কী জানিয়েছে ব্রিটিশ হাই কমিশন?

বিজয় মাল্য়র প্রত্য়র্পণের বিষয়ে ব্রিটিশ হাই কমিশনের মুখপাত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ''প্রত্য়র্পণের বিরুদ্ধে যে আর্জি জানিয়েছিলেন বিজয় মাল্য়, তা নাকচ হয়ে গিয়েছে। সুপ্রিম কোর্টে আর্জি জানানোর বিষয়টিও খারিজ হয়ে গিয়েছে। কিন্তু, মাল্য়র প্রত্য়র্পণের আগে এখনও কিছু আইনি বিষয়ে জট রয়েছে, সেটার সমাধান করতে হবে। আমরা বলতে পারছি না, এজন্য় কতদিন সময় লাগবে''।

আরও পড়ুন: খিচুড়ি পে চর্চা: ভার্চুয়াল বৈঠকে জমাটি আড্ডায় মোদী-মরিসন

এ প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, ''ব্রিটেনের আইন অনুযায়ী, আইনি জট পুরোপুরি না কাটা পর্যন্ত প্রত্য়র্পণ সম্ভব নয়। এ ইস্য়ুটি গোপনীয়। আমরা সবিস্তারে জানাতে পারব না। আমরা বলতে পারছি না, এই জট কাটতে কতদিন সময় লাগবে। যত দ্রুত সম্ভব করার চেষ্টা চালাচ্ছি আমরা''।

প্রসঙ্গত, ২০১৬ সালের মার্চ মাস থেকে ব্রিটেনে রয়েছেন মাল্য়। গতমাসে ভারতের প্রত্য়র্পণের বিরুদ্ধে মাল্য়র আর্জি খারিজ করে দিয়েছে সে দেশের সুপ্রিম কোর্ট। প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, আর্থিক তছরুপের মামলায় অভিযুক্ত বিজয় মাল্য়। গত ২১ মে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছিল যে মাল্য়র প্রত্য়র্পণের বিষয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে যোগাযোগ রাখছে নয়া দিল্লি।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

International news national news
Advertisment