Advertisment

দিল্লি এসে পৌঁছেছেন ‘ভারতের জামাই’, শীর্ষ সম্মেলনের তাৎপর্য তুলে ধরলেন ঋষি সুনক

সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

author-image
IE Bangla Web Desk
New Update
20 Summit 2023 LIVE Updates, G20 delhi summit 2023, Venue of g20 summit, Delhi g20 summit, g20 summit preparations, G20 summit countries, G20 Summit 2023 schedule, G20 summit in delhi, Pragati maidan, Narendra modi, G20 motto, Prime minister of india, Bharat Mandapam, G20 members, Invitee countries by Indian Government,One Earth One Family One Future, Bharat Mandapam International Exhibition-Convention Centre, Delhi news, G20 Summit updates,G20 summit 2023 news

ঋষি সুনকও জি-টোয়েন্টিতে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন।

শেখ হাসিনার পর, ঋষি সুনকও জি-টোয়েন্টিতে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন।  এখন বিডেন-ম্যাক্রোর অপেক্ষায় মোদী।

Advertisment

G-20 সম্মেলনে অংশ নিতে ইতিমধ্যেই দিল্লি এসে পৌঁছেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম ভারত সফর। তার আগে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জি-টোয়েন্টিতে বাংলাদেশকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে ভারত। এছাড়া দিল্লি পৌঁছেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্ডেজ। এদিকে সন্ধ্যায় দিল্লি এসে পৌঁছাবেন মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন। বাইডেন আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

জি-২০ সম্মেলন প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সুনাক বলেন, "সম্মেলনে অংশ নেওয়া আমার জন্য বিশেষ। ‘ভারতের জামাই’ প্রসঙ্গে সুনাক বলেন, ‘আমি কোথাও দেখেছি যে আমাকে ভারতের জামাই বলে উল্লেখ করা হয় এটা আমি বেশ উপভোগ করি। তিনি আরও বলেন, "আমি একটি স্পষ্ট ফোকাস নিয়ে G20 শীর্ষ সম্মেলনে অংশ নিতে চলেছি। বিশ্ব অর্থনীতিকে স্থিতিশীল করা। আন্তর্জাতিক সম্পর্ক তৈরি করা”।

বাংলাদেশের প্রধানমন্ত্রী আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করতে দিল্লি পৌঁছেছেন। জি-২০ সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা আজ তার বাসভবনে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

G20 শীর্ষ সম্মেলনের প্রাক্কালে, প্রধানমন্ত্রী মোদী তাঁর বাসভবনে ৩টি বৈঠক করবেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবিন্দ জগনাউথ এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একের পর এক দ্বিপাক্ষিক আলোচনা করবেন।

G-20 Summit
Advertisment