রথযাত্রার আনন্দ বদলে গেল কান্নায়। বুধবার ত্রিপুরার উনাকোটি জেলার কুমারঘাটে উলটো রথের শোভাযাত্রা চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৬ পুণ্যার্থী। আহত হয়েছেন অন্ততপক্ষে ১৫ জন। মৃতদের মধ্যে তিনজন মহিলা, দু'টি শিশু ও একজন পুরুষ। রীতি অনুযায়ী, উলটো রথে জগন্নাথদেব বাড়ি মন্দিরে ফিরছিলেন। তখনই হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাটি ঘটেছে।
এরপরই বুধবার বিকেল ৫টা নাগাদ এই শোভাযাত্রা বন্ধ করে দেওয়া হয়। এই ব্যাপারে ত্রিপুরা পুলিশের সহকারি মহাপরিদর্শক (আইন-শৃঙ্খলা) জ্যোতিষ্মান চৌধুরী ইন্ডিয়ান এক্সপ্রেস ডটকমকে বলেন, 'আমরা এই ঘটনায় আহত আরও ১৫ জনের তথ্য পেয়েছি। তাঁদের দ্রুত কৈলাশহরের উনাকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ওই আহতদের চিকিৎসা চলছে।'
প্রাথমিক রিপোর্ট অনুযায়ী আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন। এই পরিস্থিতিতে কুমারঘাটের ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ড. মানিক সাহা টুইটে শোক প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, 'একটি দুঃখজনক ঘটনা। আজ কুমারঘাটে উলটো রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বেশ কয়েকজন ভক্ত প্রাণ হারিয়েছেন। আরও কিছু লোক আহত হয়েছেন। যাঁরা তাঁদের নিকটআত্মীয়দের হারিয়েছেন, সেই শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীর সমবেদনা রইল। এই কঠিন সময়ে ত্রিপুরা সরকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে।'
সরাসরি শোকসন্তপ্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগরতলা থেকে ট্রেনে কুমারঘাটের পথে রওনা দিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দফতরের আধিকারিকরা জানিয়েছেন, বুধবার সকাল থেকেই ভারী বর্ষণ চলছে ত্রিপুরায়। তার ফলে, হেলিকপ্টার পরিষেবা অন্যান্য পরিবহণ বন্ধ ছিল। সেই কারণেই মুখ্যমন্ত্রীকে বাধ্য হয়ে ট্রেনে যাত্রা করতে হয়েছে।
আরও পড়ুন- ‘আন্তর্জাতিক অপরাধীই তৃণমূল প্রার্থী’, তোলপাড় ফেলা অভিযোগ কেন্দ্রীয়মন্ত্রী নিশীথের, পাল্টা খোঁচা শাসকের
বিরোধী দল তিপ্রা মোথার প্রধান প্রদ্যোতকিশোর মাণিক্য দেববর্মাও এই মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করেছেন। তিপ্রা মোথার প্রধান টুইট করেছেন, 'রথযাত্রার সময় কুমারঘাটে একটি ভয়ানক ঘটনার কথা শুনলাম। যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা এবং সমবেদনা জানাই। আমি অবিলম্বে আমার সমস্ত স্থানীয় বিধায়ক এবং এমডিসিকে সাধ্যমতো যাবতীয় সাহায্যের জন্য অনুরোধ করেছি।'