Advertisment

কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মধ্যস্থতার প্রস্তাব নাকচ নয়াদিল্লির

ভারত জানিয়ে দেয়, 'কাশ্মীর ইস্যুতে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কোন সুযোগ নেই।'

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

প্রধানমন্ত্রী মোদী ও রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

কাশ্মীর সমস্যা সমাধানে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাব নাকচ করল নয়াদিল্লি। ভারত পাকিস্তান রাজি থাকলে কাশ্মীর সমস্যা সমাধানে প্রস্তুত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। ইসলামাবাদে এই ঘোষণার এক ঘন্টার মধ্যেই ভারত জানিয়ে দেয়, 'কাশ্মীর ইস্যুতে তৃতীয়পক্ষের মধ্যস্থতার কোন সুযোগ নেই।'

Advertisment

চারদিনের সফরে পাকিস্তানে গিয়েছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সেখানেই তিনি বলেন, 'দুই দেশ রাজি থাকলে সীমান্ত সমস্যা সমাধানে মধ্যস্থতায় আমি রাজি। শুরু থেকেই একথা বলেছি।' নিয়ন্ত্রণ রেখায় উভয় দেশেরই সংযত হওয়া উচিত বলে জানান গুতারেস।

আরও পড়ুন: কাশ্মীর ইস্যুতে ফের ট্রাম্পের মধ্যস্থতার প্রস্তাব ঝেড়ে ফেলল ভারত

এই প্রসঙ্গে বিদেশমন্ত্রকের মুখপাত্র রাবীশ কুমার বলেন, 'জম্মু-কাশ্মীর নিয়ে ভারতের অবস্থানগত বদল ঘটেনি। জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। বেআইনি ভাবে পাকিস্তান যেসব অঞ্চলগুলি দখল করে রেখেছে, সেগুলির দিকে বিশেষভাবে নজর দেওয়া প্রয়োজন। কাশ্মীর সমস্যা দ্বিপাক্ষিক বিষয়। তাই দু'দেশের মধ্যে এটি আলোচিত হবে। এক্ষেত্রে তৃতীয়পক্ষের হস্তক্ষেপের কোনও সুযোগ বা প্রয়োজন নেই। তাঁর সংযোজন, 'পাকিস্তানের বেআইনী বহু পদক্ষেপে ভারতীয়দের জীবন, মানবাধিকার বিপন্ন। বরং সেদিকে দৃষ্টিপাত করুন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব'

জম্মু-কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বার তাঁর সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ভারতের মোদী সরকার।

publive-image পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি ও রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশির সঙ্গে বৈঠকের পর অ্যান্তোনিও গুতেরেস বলেন, 'কাশ্মীরের বর্তমান পরিস্থিতি এবং নিয়ন্ত্রণরেখায় ঘটে চলা ক্রমবর্ধমান হিংসার ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। শান্তি রক্ষায় কূটনীতি ও আলোচনাই একমাত্র পথ। রাষ্ট্রপুঞ্জের সনদ লাগু হওয়া প্রয়োজন ও যুদ্ধবিরতী ঘোষণা করা হোক। এতেই মানবাধিকার রক্ষা পাবে।'

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

India pakistan United Nations
Advertisment