Advertisment

জুবেরের গ্রেফতারিতে তীব্র প্রতিক্রিয়া, কেন্দ্রকে সাংবাদিক হেনস্তার বিরুদ্ধে পাঠ পড়াল রাষ্ট্রসংঘ

নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংগঠন, Committee to Protect Journalists (CPJ)-ও জুবেরের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Supreme Court extends interim bail of Alt News co-founder Mohammed Zubair

Altnews-এর অন্যতম প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের গ্রেফতারি-কাণ্ডে তীব্র প্রতিক্রিয়া জানাল রাষ্ট্রসংঘ। মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজের মুখপাত্রর প্রতিক্রিয়া, 'যা লেখেন, টুইট করেন এবং বলেন' তার জন্য সাংবাদিকদের জেলে যাওয়া উচিত নয়। সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষকেও হয়রানি ছাড়া মত প্রকাশের স্বাধীনতা দেওয়া উচিত বলেই জানিয়েছেন গুতেরেজের মুখপাত্র।

Advertisment

মহম্মদ জুবেরকে মঙ্গলবারই দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে পেশ করেছিল দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। পাঁচ দিনের পুলিশ হেফাজত চেয়েছিল। শেষ পর্যন্ত চার দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। জুবেরের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৮ সালে সোশ্যাল মিডিয়ায় হিন্দু দেবতা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এক প্রশ্নের জবাবে রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, 'আমি মনে করি, বিশ্বের যে কোনও জায়গায় জনগণকে সর্বপ্রথম স্বাধীনভাবে মত প্রকাশ করতে দিতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি, সাংবাদিকদেরকেও স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। তাঁদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা যাবে না। তাঁদের কোনওভাবে হয়রান করা যাবে না।'

আরও পড়ুন- প্যাকেটজাত নয় এমন পণ্যেও জিএসটি, বাড়ছে হোটেল ভাড়াও, মাথায় হাত মধ্য-নিম্নবিত্তের

পাকিস্তানের এক সাংবাদিক রাষ্ট্রসংঘের মুখপাত্রকে প্রশ্ন করেছিলেন, তিনি কি জুবেরকে জেল থেকে ছেড়ে দেওয়ার আহ্বান জানাচ্ছেন? জবাবে মুখপাত্র বলেন, 'সাংবাদিকরা যা বলেন, যা টুইট করেন বা লেখেন, তার জন্য তাঁদের জেলে পোরা উচিত না। আর, এটা বিশ্বের সর্বত্র হওয়া উচিত। এমনকী, এই ঘরের মধ্যেও হওয়া উচিত।' শুধু রাষ্ট্রসংঘের মুখপাত্রই নন। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জুবেরের গ্রেফতারির বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সচেতন মানুষ। একইসঙ্গে অবিলম্বে তাঁর মুক্তির দাবিও তাঁরা জানিয়েছেন।

নিউ ইয়র্কের স্বেচ্ছাসেবী সংগঠন, Committee to Protect Journalists (CPJ)-ও জুবেরের গ্রেফতারির তীব্র নিন্দা করেছে। একইসঙ্গে, অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানিয়েছে। CPJ-র এশিয়া কর্মসূচি বিষয়ক সংযোজক স্টিভেন বাটলার লিখেছেন, 'সাংবাদিক মহম্মদ জুবেরের গ্রেফতার ভারতে সংবাদপত্রের স্বাধীনতা হরণের ছবিটাই তুলে ধরেছে। ভারতে সরকার সাম্প্রদায়িকতা ইস্যুতে সংবাদমাধ্যমের সামনে একটি প্রতিকূল ও ভয়ের পরিবেশ তৈরি করেছে।'

Read full story in English

journalist Journalist Heckle Mohammed Zubair
Advertisment