Flyover Being Built Collapses at Kakdwip Near Kolkata in West Bengal: নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা : মাঝেরহাট শিলিগুড়ির পর ফের কাকদ্বীপে নির্মীয়মান সেতু ভাঙ্গার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে। সাত সকালে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্টিমার ঘাটের কাছে হুড়মুড়িয়ে ভেঙে পড়়ে নির্মিয়মান সেতু।
সোমবার সকালে কাকদ্বীপে কালনাগিনী নদীর উপর ষ্টিমার ঘাট থেকে লট ৮ নং পর্যন্ত নির্মীয়মাণ সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। সূত্রের খবর, সেতুটিতে আগেই ফাটল দেখা দিয়েছিল বলে অভিযোগ গ্রামবাসীদের। প্রশাসনকে জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলেই জানিয়েছেন গ্রামবাসীরা।
Under-Construction Flyover Collapses in West Bengal: পরপর সেতু ভাঙার ঘটনায় উদ্বেগ
সুত্রের খবর, সুন্দরবন উন্নয়ন নিগমের তত্ত্বাবধানে গত দু’বছর ধরে সেতুটি নির্মাণের কাজ চলছিল। এবছর গঙ্গাসাগর মেলার আগেই সেতুটি সম্পন্ন করার উদ্যোগ নিয়েছিল প্রশাসন। তার আগে এই ঘটনায় স্বভাবতই চিন্তিত প্রশাসন। এ বিষয়ে সংশ্লিষ্ট দফতরের আধিকারিক জানিয়েছেন, কেন সেতুটি ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে। সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের ফলে কি দুর্ঘটনা, তাও তদন্ত করে দেখার আশ্বাস দেওয়া হয়েছে।
২০১৬-তে এমনই এক ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল কলকাতাবাসী, ব্যস্ত শহরে হঠাতই ভেঙে পড়ে পোস্তা ব্রিজ। মৃত্যু হয় একাধিক পথযাত্রীর। তবে সেই আতঙ্কের রেশ কাটতে না কাটতেই সেটেম্বরের গোড়ার দিকে ভেঙে পড়েছিল মাঝেরহাট সেতু। পরপরই আরও এক ব্রিজ ভেঙে পড়ে শিলিগুডিতেও। সবমিলিয়ে একেরপর এক দুর্ঘটনায় কার্যত ত্রস্ত রাজ্যবাসী। উঠেছে একাধিক অভিযোগ। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পর নানা অভিযোগ উঠেছিল। বিশেষ করে ওই সেতু মেরামতির টেন্ডার প্রক্রিয়া নিয়েও অভিযোগ ছিল বিস্তর, এমনটাই জানা গেছে। মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে ব্যাপক প্রভাব পড়েছে বেহালা ও সংলগ্ন এলাকা থেকে মূল শহরগামী যান চলাচলে।