কমেছে কমবয়সীদের বিয়ের প্রবণতা, ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের রিপোর্টে উল্লেখ

সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা গেছে কম বয়সী মহিলাদের মা হওয়ার প্রবণতাও কমেছে অনেকটাই।

সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা গেছে কম বয়সী মহিলাদের মা হওয়ার প্রবণতাও কমেছে অনেকটাই।

author-image
IE Bangla Web Desk
New Update
Indian pharma should focus on global market, says Mandaviya

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া

ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের সর্বশেষ তথ্য অনুসারে দেখা গেছে ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে বাল্যবিবাহের সংখ্যা অনেকটাই কমেছে। তবে পাঞ্জাব, পশ্চিমবঙ্গ, মণিপুর, ত্রিপুরা এবং আসামের মত বেশ কয়েকটি রাজ্যে এই হার কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার গুজরাটের ভাদোদরায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য প্রকাশ করেন।

Advertisment

ত্রিপুরায় ১৮ বছরের কম বয়সী মহিলাদের মধ্যে বিয়ের হার বেড়ে হয়েছে ৪০.১% যা ছিল ৩৩.১%। অন্যদিকে পুরুষদের মধ্যে এই সংখ্যা ১৬.২% থেকে বেড়ে হয়েছে ২০.৪%। পশ্চিমবঙ্গ এবং বিহারে সব সময় ১৮ বছরের কম বয়সীদের বিয়ের সংখ্যা ছিল অনেকটাই বেশি। তবে এই সমীক্ষায় দেখা গিয়েছে বিহারে এই সংখ্যা উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে। মহিলাদের ক্ষেত্রে আগে এই সংখ্যা ছিল ৪২.৫% এখন তা কমে হয়েছে ৪০.৮% পুরুষদের ক্ষেত্রেও এই সংখ্যা কমেছে অনেকটাই। আগে যা ছিল ৩৫.৩% এখন তা কমে হয়েছে ৩০.৫%।

আরও পড়ুন: দ্রুত বদলাতে পারে আবহাওয়া, আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়? জানুন সর্বশেষ আপডেট!

Advertisment

কম বয়সী মহিলাদের বিবাহের প্রবণতা সব থেকে কমেছে ছত্তিশগড়ে। যেখানে আগে এই হার ছিল ২১.৩% তা এখন কমে হয়েছে ১২.১%। পুরুষদের মধ্যেই এই সংখ্যা কমেছে উল্লেখযোগ্য ভাবে। যা আগে ছিল ২৬.৯% তা বর্তমানে কমে হয়েছে ১২.২%। হরিয়ানা মহিলাদের ক্ষেত্রে ১৯.৪% থেকে কমে হয়েছে ১২.৫% এবং পুরুষদের ক্ষেত্রে ২৩.৯% থেকে কমে হয়েছে ১৬%);

মধ্যপ্রদেশ মহিলাদের ক্ষেত্রে এই হার ৩২.৪% থেকে কমে হয়েছে ২৩.১%, রাজস্থানে মহিলাদের ক্ষেত্রে এই হার কমে হয়েছে ২৫.৫% যা আগে ছিল ৩৫.৫%, পুরুষদের ক্ষেত্রে এই হার ৩৫.৭% থেকে কমে হয়েছে ২৮.২%। সমীক্ষার রিপোর্ট অনুসারে দেখা গেছে কম বয়সী মহিলাদের মা হওয়ার প্রবণতাও কমেছে অনেকটাই। রিপোর্ট অনুসারে এই হার আগে ছিল ৭.৯% এখন তা কমে হয়েছে ৬.৮%। এর পাশাপাশি সরকারি হাসপাতালে শিশুর জন্মের হার বেড়েছে ১০% আগে ছিল ৭৯% তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৮৯% 

Read story in English