Advertisment

মেঘলা আকাশ মন খারাপ মোদীর, গ্রহণ চাক্ষুষ করা হল না

মন খারাপের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে নরেন্দ্র মোদী। যেখানে দেখা যাচ্ছে, কালো চশমা পড়ে, হাতে সোলার চশমা নিয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

মহাজাগতিক ঘটনার ওপর যে দেশের প্রধানমন্ত্রীর আগ্রহ একটু বেশি তা নিয়ে সন্দেহ নেই। বৃহস্পতিবার সকাল থেকে সূর্যগ্রহণ দেখার খুব চেষ্টা করলেও বাধা সাধল আবহাওয়া। সূর্যগ্রহণের কারণে অন্ধকার নেমে এলেও মেঘে ঢাকা আকাশের কারণে তা দেখা সম্ভব হল না নরেন্দ্রমোদীর।

Advertisment

সকালেই প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন, "দুর্ভাগ্যবশত আমি সূর্যগ্রহণ দেখতে পাইনি। দেশবাসীর সঙ্গে আমিও গ্রহণ দেখার অপেক্ষায় ছিলাম।” তবে, কেরলের কোঝিকোড়ে সূর্যের পূর্ণগ্রাসের লাইভ সম্প্রচার দেখেছেন বলে জানান প্রধানমন্ত্রী।

মন খারাপের সঙ্গে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছে নরেন্দ্র মোদী। যেখানে দেখা যাচ্ছে, কালো চশমা পড়ে, হাতে সোলার চশমা নিয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী। একইসঙ্গে গ্রহণ সহ আরও দুটি ছবি শেয়ার করেছেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার আকাশে টানা ৩ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী ছিল গ্রহণ। কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক থেকে দেখা যাওয়ার কথা ছিল। আকাশ মেঘলা থাকার কারণে সম্ভব হয়নি। তবে নটার খানিক পড়ে মেঘ সরলে অল্প সময়ের জন্য গ্রহণ দেখা গিয়েছে। দক্ষিণভারতের বেশ কিছু এলাকা থেকে দেখা গিয়েছে সূর্যগ্রহণ।

Read the full story in English

Solar eclipse narendra modi PM Narendra Modi
Advertisment