২০২২-২৩ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট আয়কর কাঠামোয় কোনও পরিবর্তন করা হয়নি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ঘোষণা করেছেন যে, ব্যক্তিগত আয়কর মকুবের ঊর্ধ্বসীমা অপরিবর্তিত থাকছে ৷ তবে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর শুনিয়েছেন তিনি। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে সমতা রেখে ন্যাশনাল পেনশন স্কিমে জমানো অর্থের উপর কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করার প্রস্তাব দিয়েছেন সীতারমন৷
Advertisment
বাজেট বক্তৃতায় সীতারমন বলেছেন, 'ন্যাশনাল পেনশন সিস্টেমের ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্য সরকারি কর্মচারীদের একই স্তরের আওতায় আনা হবে। আপাতত কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৪ শতাংশ টাকা দেয় কেন্দ্র। রাজ্যের ক্ষেত্রে ১০ শতাংশ দেওয়া হয়। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের সামাজিক সুরক্ষা সুবিধা নেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য ট্যাক্সস ডিডাকশন সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করা হচ্ছে।'
কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণা, কোঅপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করা হল। পাশাপাশি করপোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হল। যে কোনও ভার্চুয়াল ডিজিটাল সম্পদের ক্রয়ে ৩০ শতাংশ হারে কর দিতে হবে। এক্ষেত্রে কোনও ছাড় গ্রাহ্য হবে না।
সীতারমনের ঘোষণা, ‘প্রত্যক্ষ কর প্রদান পরিষেবা প্রক্রিয়া আরও সরল করা হবে।’ অর্থমন্ত্রী জানান, অ্যাসেসমেন্ট ইয়ার থেকে দু’বছর পর্যন্ত আপডেটেড রিন্টার্ন ফাইল জাম করা যাবে। অর্থাৎ ভুল থাকলে তা এবার থেকে সংশোধনের সুযোগ পাবেন করদাতারা।
বিশেষ ভাবে সক্ষমরা 60 বছর হলে তাঁদের বাবা-মা বা অভিভাবক বিমা থেকে বার্ষিক এবং এককালীন যে অর্থ আজীবন পাবেন, তাতে কর ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।