Advertisment

Budget 2022 Updates: এই বাজেট অর্থব্যবস্থাকে চাঙ্গা করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে: প্রধানমন্ত্রী

এবারও বদল নেই ব্যক্তিগত আয়কর কাঠামোয়, বাড়ল না ছাড়ের ঊর্ধ্বসীমা।

author-image
IE Bangla Web Desk
New Update
Budget can transform agri sector, roll out schemes from April 1 says PM Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনও বদল আনা হয়নি। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়েনি। অন্যদিকে, কোঅপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ন্যাশনাল পেনশন স্কিমে জমানো টাকায় কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করার প্রস্তাব সীতারমনের৷ এছাড়াও এদিন একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

Advertisment

বাজেটে পোশাক-চামড়াজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার সস্তা হওয়ার ইঙ্গিত মিলেছে। সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, জুতো, হীরের গয়নাও। তবে দাম বাড়ছে ইস্পাতজাত দ্রব্যের। ক্রিপ্টোকারেন্সির মোকাবিলায় ডিজিটাল রুপি আনার ঘোষণা করা হয়েছে বাজেটে। ব্লক চেন প্রযুক্তির সাহায্যে ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক। তৈরি হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিজিটাল কারেন্সি।

সব মিলিয়ে আজকের এই বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, 'এই বাজেট অর্থব্যবস্থাকে চাঙ্গা করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে'। তবে বিরোধীরা এবারের বাজেট নিয়ে বেশ ক্ষুব্ধ। কংগ্রেস থেকে শুরু করে বাম, তৃণমূল প্রত্যেকেই এবারের বাজেটকে অন্তঃসারশূন্য বলে তোপ দেগেছে। বাজেটে মধ্যবিত্তের কথা মাথায় রেখে কিছুই ঘোষণা হয়নি বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির।

  • Feb 01, 2022 17:51 IST
    এয়ার ইন্ডিয়ার ঋণশোধে বাজেটে বরাদ্দ কত?

    গত মাসেই হাতবদল হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। ১৮ হাজার কোটি টাকায় এই বিমান সংস্থা কিনে নিয়েছে টাটা গ্রুপ। তারপরও এয়ার ইন্ডিয়ার জন্য করা ঋণের বোঝা থেকে মুক্তি মেলেনি। মঙ্গলবার পেশ হওয়া ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে তাই বরাদ্দ হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এয়ার ইন্ডিয়ার ঋণশোধ বাজেটে আরও ৫১,৯৭১ কোটি টাকা বরাদ্দ করলেন। পড়ুন বিস্তারিত



  • Feb 01, 2022 17:11 IST
    ডিজিটাল মুদ্রা কী?

    দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে আরবিআই। এই অর্থবর্ষ থেকেই সিবিডিসি চালু হবে। সরকারের পরিকল্পনা মতো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করেই চালু হবে ডিজিটাল মুদ্রা বা কারেন্সি। পড়ুন বিস্তারিত



  • Feb 01, 2022 17:07 IST
    এবার চালু হবে ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা

    এবার চালু হবে ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা। যার নাম হবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)। এ দিন কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কে সিবিডিসি চালু করবে? পড়ুন বিস্তারিত



  • Feb 01, 2022 15:30 IST
    কোনটা মহার্ঘ-কোনটা সস্তা?

    কেন্দ্রীয় বাজেটে প্রত্যক্ষ কর কাঠামো অপরিবর্তিত রয়েছে। তবে, আমদানি-রপ্তানি শুল্কে রদবদল হওয়ায় নিত্য প্রয়োজনীয় একাধিক দ্রব্যের দামের অদল বদল ঘটেছে। দাম ওঠা-নামার ক্ষেত্রে কোন জিনিসের কী দাম হল? কোনটার বাড়ল? কোনটার কমল? তা নিয়েই তুঙ্গে কৌতুহল। পড়ুন বিস্তারিত



  • Feb 01, 2022 15:19 IST
    যুবদের ভবিষ্যৎ উজ্বল হবে', বাজেট নিয়ে দারুণ খুশি প্রধানমন্ত্রী

    'এই বাজেট অর্থব্যবস্থাকে চাঙ্গা করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে', এমনই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাজেট নিয়ে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ''যুবদের ভবিষ্যত উজ্বল হবে। বাজেটে উন্নয়নমুখী ভাবনার প্রতিফলন। গঙ্গাকে রাসায়নিক মুক্ত করতে উদ্যোগ। বাজেটে পর্বতমালা যোজনার উল্লেখ।''



  • Feb 01, 2022 15:01 IST
    সরকারের সব প্রতিশ্রুতি ফাঁপা হয়ে যাচ্ছে', বাজেট-তোপ খাড়গের

    ''সরকার আগে বলেছিল ২০২২ সালের মধ্যে গরিবদের জন্য ৪ কোটি বাড়ি তৈরি করবে।এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে মাত্র ২ কোটি বাড়ি তৈরি করা হয়েছে। এখন, তারা আরও ৮০ লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তাই এসব প্রতিশ্রুতিই ফাঁপা হয়ে যাচ্ছে। এই বাজেট ধনীদের জন্য। ধনীরাই এই সরকারের বন্ধু।'' কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের।



  • Feb 01, 2022 14:40 IST
    ধনীদের বাজেট পেশ কেন্দ্রের', কটাক্ষ ইয়েচুরির

    ''এই বাজেট কার জন্য? ১০ শতাংশ ধনীর হাতে দেশের মোট সম্পদের ৭৫ শতাংশ রয়েছে। নীচের দিকে ৬০ শতাংশ মানুষের হাতে ৫ শতাংশও নেই।'' কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।



  • Feb 01, 2022 14:30 IST
    হতাশ করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী', বাজেটের সমালোচনায় কংগ্রেস

    এবারের বাজে'ট থেকে মধ্যবিত্ত চাকুরিজীবীরা আশা করেছিলেন করোনাকালে কিছুটা সুরাহা মিলবে। 'হতাশ করলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী', কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় কংগ্রেস।



  • Feb 01, 2022 14:29 IST
    হতাশ করলেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় অর্থমন্ত্রী', বাজেটের সমালোচনায় কংগ্রেস

    এবারের বাজে'ট থেকে মধ্যবিত্ত চাকুরিজীবীরা আশা করেছিলেন করোনাকালে কিছুটা সুরাহা মিলবে। 'হতাশ করলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী', কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় কংগ্রেস।



  • Feb 01, 2022 14:09 IST
    বাজেটে মধ্যবিত্তের জন্য কিছুই নেই', কটাক্ষ মমতার

    ''পেগাসাস থেকে নজর ঘোরাতেই এই বাজেট। এই বাজেটে মধ্যবিত্তের জন্য কিছুই নেই। তাঁরা প্রতিনিয়ত বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ছেন। নাভিশ্বাস উঠছে তাঁদের। সরকার বড় বড় কথা বলছে, কাজের বেলায় নেই।'' কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা মুখ্যমন্ত্রীর।



  • Feb 01, 2022 13:02 IST
    ক্রিপ্টোকারেন্সির পাল্টা, ডিজিটাল রুপি আনছে কেন্দ্র

    ক্রিপ্টোকারেন্সির পাল্টা, ডিজিটাল রুপি আনছে কেন্দ্র। ব্লক চেন প্রযুক্তির সাহায্যে ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক। তৈর হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিজিটাল কারেন্সি।



  • Feb 01, 2022 12:45 IST
    সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার, পোশাক

    সস্তা হচ্ছে পোশাক-চামড়াজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার। সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, জুতো, হীরের গয়না। দামি হচ্ছে ইস্পাতজাত দ্রব্য।



  • Feb 01, 2022 12:42 IST
    সস্তা হচ্ছে মোবাইল ফোন, চার্জার, পোশাক

    সস্তা হচ্ছে পোশাক-চামড়াজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার। সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, জুতো, হীরের গয়না। দামি হচ্ছে ইস্পাতজাত দ্রব্য।



  • Feb 01, 2022 12:24 IST
    আয়করে কোনও বদল নেই

    আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল না। আগের কর কাঠামোই বহাল থাকবে, জানালেন অর্থমন্ত্রী।



  • Feb 01, 2022 12:22 IST
    ক্রিপ্টোকারেন্সিতে আয়ে ৩০ শতাংশ কর

    ক্রিপ্টোকারেন্সিতে আয়ে ৩০ শতাংশ কর, ঘোষণা অর্থমন্ত্রীর।



  • Feb 01, 2022 12:21 IST
    পেনশনার এবং বিশেষভাবে সক্ষমদের করছাড়

    পেনশনভোগীদের এবং বিশেষ ভাবে সক্ষমদের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে।



  • Feb 01, 2022 12:14 IST
    কর্পোরেট ট্যাক্স আরও কমল

    কর্পোরেট ট্যাক্স আরও কমল। বেসরকারি সংস্থাগুলিকে স্বস্তি দিয়ে ১৮.৫ শতাংশ থেকে কর্পোরেট ট্যাক্স কমল ১৫ শতাংশে।



  • Feb 01, 2022 12:11 IST
    সমবায় সংস্থাগুলির সারচার্জ কমল

    সমবায় সংস্থাগুলির সারচার্জ কমাল সরকার।



  • Feb 01, 2022 12:11 IST
    ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইলের সুবিধা

    করদাতাদের আয়কর জমায় বাড়তি সুবিধা। ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা।



  • Feb 01, 2022 12:06 IST
    রাজ্যগুলিকে সাহায্যে ১ লক্ষ কোটি টাকা

    রাজ্যগুলিকে সাহায্যে কেন্দ্রের তরফে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ।



  • Feb 01, 2022 12:01 IST
    দেশজুড়ে ৫জি স্পেকট্রাম পরিষেবা

    এই বছরই ৫জি স্পেকট্রামের নিলাম সম্পূর্ণ হবে। এর পরই শুরু হবে দেশজুড়ে ৫জি স্পেকট্রাম পরিষেবা।



  • Feb 01, 2022 12:00 IST
    ডিজিটাল মুদ্রায় জোর কেন্দ্রের

    ডিজিটাল মুদ্রায় জোর কেন্দ্রের। কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক আনবে ডিজিটাল কারেন্সি।



  • Feb 01, 2022 11:59 IST
    ২৫ হাজার কিমি নতুন হাইওয়ে

    ২৫ হাজার কিলোমিটার নতুন হাইওয়ে, ঘোষণা বাজেটে।



  • Feb 01, 2022 11:59 IST
    ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক

    স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক তৈরি হবে।



  • Feb 01, 2022 11:54 IST
    ২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে অপটিক্যাল ফাইবার

    ২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে পৌঁছবে অপটিক্যাল ফাইবার। ই-পাসপোর্ট সিস্টেমে আরও জোর।



  • Feb 01, 2022 11:52 IST
    গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবায় জোর

    গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবায় জোর। গণ পরিবহনে আরও ইলেকট্রিক গাড়িতে জোর।



  • Feb 01, 2022 11:42 IST
    ২০২২-এ পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং পরিষেবা

    এই বছর থেকে পোস্ট অফিসের সবরকম ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে।



  • Feb 01, 2022 11:40 IST
    ২০২২-এ পোস্ট অফিসেও কোর ব্যাঙ্কিং পরিষেবা

    এই বছর থেকে পোস্ট অফিসের সবরকম ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে।



  • Feb 01, 2022 11:39 IST
    MSME-তে ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ

    ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ।



  • Feb 01, 2022 11:37 IST
    প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ঘোষণা বাজেটে। বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা।



  • Feb 01, 2022 11:36 IST
    ২.৩৭ লক্ষ কোটি টাকা কৃষকদের এমএসপি

    ২.৩৭ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে প্রদান করা হবে।



  • Feb 01, 2022 11:34 IST
    ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন

    আগামী ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু, ঘোষণা অর্থমন্ত্রীর।



  • Feb 01, 2022 11:32 IST
    বাজেটে আগামী ২৫ বছরের উন্নয়নের ব্লু-প্রিন্ট

    এবারের বাজেটে আগামী ২৫ বছরের উন্নয়নের ব্লু-প্রিন্ট। একে ভারতের অর্থনীতির অমৃত-কাল হিসাবে বর্ণনা অর্থমন্ত্রীর।



  • Feb 01, 2022 11:30 IST
    প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি

    প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ঘোষণা বাজেটে। বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা।



  • Feb 01, 2022 11:27 IST
    শিশুদের জন্য নতুন টিভি চ্যানেল

    শিশুদের জন্য নতুন টিভি চ্যানেল করবে সরকার। করোনা অতিমারিতে শিশুদের পড়াশোনার ক্ষতি হয়েছে। এই টিভি চ্যানেলে শিক্ষার ব্যবস্থা হবে।



  • Feb 01, 2022 11:26 IST
    পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ

    পরিষেবা খাতে ৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ, ঘোষণা অর্থমন্ত্রীর



  • Feb 01, 2022 11:25 IST
    পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ

    পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগ করবে সরকার, ঘোষণা নির্মলার।



  • Feb 01, 2022 11:24 IST
    ৬০ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি

    ৬০ লক্ষ নতুন চাকরির প্রতিশ্রুতি। বাজেট ঘোষণা শুরু অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের।



  • Feb 01, 2022 10:41 IST
    বাজেট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক

    সংসদে শুরু হয়েছে বাজেট নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে চলছে এই বৈঠক। এই বৈঠকেই বাজেট অনুমোদিত হবে। তার পর লোকসভায় তা পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



  • Feb 01, 2022 10:07 IST
    সংসদ ভবনে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

    রাষ্ট্রপতি ভবন থেকে সংসদ ভবনে পৌঁছলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বেলা ১১টায় লোকসভায় পেশ করবেন বাজেট।



  • Feb 01, 2022 10:06 IST
    বাজেট পেশের আগে চাঙ্গা শেয়ার বাজার

    বাজেট পেশের আগে ঊর্ধ্বমুখী সেনসেক্স। সূচক বাড়ল ৬৫০ পয়েন্ট।



  • Feb 01, 2022 09:23 IST
    অর্থমন্ত্রকে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ

    বাজেট পেশ করতে অর্থমন্ত্রকে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেখান থেকে তিনি বেরোলেন রাষ্ট্রপতি ভবনের উদ্দেশে। প্রথামতো, রাষ্ট্রপতির মঞ্জুরি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাজেট অনুমোদন করাবেন তিনি। তার পর বেলা ১১টায় লোকসভায় পেশ করবেন বাজেট।



  • Feb 01, 2022 08:53 IST
    বাজেটের আগেই আয় বাড়ল কেন্দ্রীয় সরকারের

    পরপর চার মাস জিএসটি আদায়ের পরিমাণ পেরোল ১ লক্ষ ৩০ হাজার কোটি টাকার গণ্ডি। বাজেটের আগেই আয় বাড়ল কেন্দ্রীয় সরকারের। জানুয়ারিতে ১৫ শতাংশ বৃদ্ধির হার।



  • Feb 01, 2022 08:46 IST
    মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণই বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর

    আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কি আরও বাড়বে, গৃহঋণে সুদ কি কমবে, বাজেট নিয়ে আশায় মধ্যবিত্ত। মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব দূরীকরণই বড় চ্যালেঞ্জ অর্থমন্ত্রীর। প্রত্যাশায় সাধারণ মানুষ।



  • Feb 01, 2022 08:44 IST
    এবারও পেপারলেস বাজেট

    করোনা আবহে গতবারের মতো এবারও পেপারলেস বাজেট পেশ করবেন নির্মলা। গতবার চিরাচরিত প্রথা ভেঙে বহি-খাতার বদলে সংসদে বাজির হয়েছিলেন ট্যাব নিয়ে।



  • Feb 01, 2022 08:43 IST
    ১১টায় সংসদে বাজেট পেশ

    পাঁচ রাজ্যে ভোটের মুখে সংসদে পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর সকাল ১১টায় সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।



Nirmala Sitharaman Union Budget Budget Session Union Budget 2022
Advertisment