মঙ্গলবার কেন্দ্রীয় বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে আয়কর কাঠামোয় কোনও বদল আনা হয়নি। আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়েনি। অন্যদিকে, কোঅপারেটিভ সোসাইটির কর ১২ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। কর্পোরেট ট্যাক্স ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। ন্যাশনাল পেনশন স্কিমে জমানো টাকায় কর ছাড়ের সীমা ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৪ শতাংশ করার প্রস্তাব সীতারমনের৷ এছাড়াও এদিন একগুচ্ছ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেটে পোশাক-চামড়াজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার সস্তা হওয়ার ইঙ্গিত মিলেছে। সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, জুতো, হীরের গয়নাও। তবে দাম বাড়ছে ইস্পাতজাত দ্রব্যের। ক্রিপ্টোকারেন্সির মোকাবিলায় ডিজিটাল রুপি আনার ঘোষণা করা হয়েছে বাজেটে। ব্লক চেন প্রযুক্তির সাহায্যে ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক। তৈরি হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিজিটাল কারেন্সি।
সব মিলিয়ে আজকের এই বাজেট নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন বলেন, ‘এই বাজেট অর্থব্যবস্থাকে চাঙ্গা করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে’। তবে বিরোধীরা এবারের বাজেট নিয়ে বেশ ক্ষুব্ধ। কংগ্রেস থেকে শুরু করে বাম, তৃণমূল প্রত্যেকেই এবারের বাজেটকে অন্তঃসারশূন্য বলে তোপ দেগেছে। বাজেটে মধ্যবিত্তের কথা মাথায় রেখে কিছুই ঘোষণা হয়নি বলে দাবি বিরোধী রাজনৈতিক দলগুলির।
গত মাসেই হাতবদল হয়েছে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার। ১৮ হাজার কোটি টাকায় এই বিমান সংস্থা কিনে নিয়েছে টাটা গ্রুপ। তারপরও এয়ার ইন্ডিয়ার জন্য করা ঋণের বোঝা থেকে মুক্তি মেলেনি। মঙ্গলবার পেশ হওয়া ২০২২-২৩ অর্থবর্ষে কেন্দ্রীয় বাজেটে তাই বরাদ্দ হল। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন এয়ার ইন্ডিয়ার ঋণশোধ বাজেটে আরও ৫১,৯৭১ কোটি টাকা বরাদ্দ করলেন। পড়ুন বিস্তারিত
দেশের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে আরবিআই। এই অর্থবর্ষ থেকেই সিবিডিসি চালু হবে। সরকারের পরিকল্পনা মতো ব্লকচেইন প্রযুক্তি ব্যবহার করেই চালু হবে ডিজিটাল মুদ্রা বা কারেন্সি। পড়ুন বিস্তারিত
এবার চালু হবে ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা। যার নাম হবে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি)। এ দিন কেন্দ্রীয় বাজেটে ডিজিটাল মুদ্রা চালুর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কে সিবিডিসি চালু করবে? পড়ুন বিস্তারিত
কেন্দ্রীয় বাজেটে প্রত্যক্ষ কর কাঠামো অপরিবর্তিত রয়েছে। তবে, আমদানি-রপ্তানি শুল্কে রদবদল হওয়ায় নিত্য প্রয়োজনীয় একাধিক দ্রব্যের দামের অদল বদল ঘটেছে। দাম ওঠা-নামার ক্ষেত্রে কোন জিনিসের কী দাম হল? কোনটার বাড়ল? কোনটার কমল? তা নিয়েই তুঙ্গে কৌতুহল। পড়ুন বিস্তারিত
'এই বাজেট অর্থব্যবস্থাকে চাঙ্গা করবে, নতুন সুযোগ সৃষ্টি করবে', এমনই মনে করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বাজেট নিয়ে বক্তৃতায় প্রধানমন্ত্রী বলেন, ''যুবদের ভবিষ্যত উজ্বল হবে। বাজেটে উন্নয়নমুখী ভাবনার প্রতিফলন। গঙ্গাকে রাসায়নিক মুক্ত করতে উদ্যোগ। বাজেটে পর্বতমালা যোজনার উল্লেখ।''
''সরকার আগে বলেছিল ২০২২ সালের মধ্যে গরিবদের জন্য ৪ কোটি বাড়ি তৈরি করবে।এটা এখন স্পষ্ট হয়ে গেছে যে মাত্র ২ কোটি বাড়ি তৈরি করা হয়েছে। এখন, তারা আরও ৮০ লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। তাই এসব প্রতিশ্রুতিই ফাঁপা হয়ে যাচ্ছে। এই বাজেট ধনীদের জন্য। ধনীরাই এই সরকারের বন্ধু।'' কেন্দ্রীয় বাজেট নিয়ে প্রতিক্রিয়া রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের।
''এই বাজেট কার জন্য? ১০ শতাংশ ধনীর হাতে দেশের মোট সম্পদের ৭৫ শতাংশ রয়েছে। নীচের দিকে ৬০ শতাংশ মানুষের হাতে ৫ শতাংশও নেই।'' কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
এবারের বাজে'ট থেকে মধ্যবিত্ত চাকুরিজীবীরা আশা করেছিলেন করোনাকালে কিছুটা সুরাহা মিলবে। 'হতাশ করলেন প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী', কেন্দ্রীয় বাজেটের সমালোচনায় কংগ্রেস।
''পেগাসাস থেকে নজর ঘোরাতেই এই বাজেট। এই বাজেটে মধ্যবিত্তের জন্য কিছুই নেই। তাঁরা প্রতিনিয়ত বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির যাঁতাকলে পড়ছেন। নাভিশ্বাস উঠছে তাঁদের। সরকার বড় বড় কথা বলছে, কাজের বেলায় নেই।'' কেন্দ্রীয় বাজেটকে তুলোধনা মুখ্যমন্ত্রীর।
ক্রিপ্টোকারেন্সির পাল্টা, ডিজিটাল রুপি আনছে কেন্দ্র। ব্লক চেন প্রযুক্তির সাহায্যে ডিজিটাল মুদ্রা আনবে রিজার্ভ ব্যাঙ্ক। তৈর হবে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ডিজিটাল কারেন্সি।
সস্তা হচ্ছে পোশাক-চামড়াজাত দ্রব্য, মোবাইল ফোন, চার্জার। সস্তা হচ্ছে দেশে তৈরি কৃষি যন্ত্রপাতি, জুতো, হীরের গয়না। দামি হচ্ছে ইস্পাতজাত দ্রব্য।
আয়করের ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়ল না। আগের কর কাঠামোই বহাল থাকবে, জানালেন অর্থমন্ত্রী।
ক্রিপ্টোকারেন্সিতে আয়ে ৩০ শতাংশ কর, ঘোষণা অর্থমন্ত্রীর।
পেনশনভোগীদের এবং বিশেষ ভাবে সক্ষমদের করছাড়ের পরিমাণ বাড়ানো হচ্ছে।
কর্পোরেট ট্যাক্স আরও কমল। বেসরকারি সংস্থাগুলিকে স্বস্তি দিয়ে ১৮.৫ শতাংশ থেকে কর্পোরেট ট্যাক্স কমল ১৫ শতাংশে।
সমবায় সংস্থাগুলির সারচার্জ কমাল সরকার।
করদাতাদের আয়কর জমায় বাড়তি সুবিধা। ২ বছরের মধ্যে আপডেটেড রিটার্ন ফাইল করতে পারবেন করদাতারা।
রাজ্যগুলিকে সাহায্যে কেন্দ্রের তরফে ১ লক্ষ কোটি টাকা বরাদ্দ।
এই বছরই ৫জি স্পেকট্রামের নিলাম সম্পূর্ণ হবে। এর পরই শুরু হবে দেশজুড়ে ৫জি স্পেকট্রাম পরিষেবা।
ডিজিটাল মুদ্রায় জোর কেন্দ্রের। কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক আনবে ডিজিটাল কারেন্সি।
২৫ হাজার কিলোমিটার নতুন হাইওয়ে, ঘোষণা বাজেটে।
স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে দেশের ৭৫টি জেলায় ৭৫টি ডিজিটাল ব্যাঙ্ক তৈরি হবে।
২০২৫-এর মধ্যে দেশের সব গ্রামে পৌঁছবে অপটিক্যাল ফাইবার। ই-পাসপোর্ট সিস্টেমে আরও জোর।
গ্রামাঞ্চলে ব্রডব্যান্ড পরিষেবায় জোর। গণ পরিবহনে আরও ইলেকট্রিক গাড়িতে জোর।
এই বছর থেকে পোস্ট অফিসের সবরকম ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যাবে।
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ২ লক্ষ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ।
২.৩৭ লক্ষ কোটি টাকা সরাসরি কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য হিসাবে প্রদান করা হবে।
আগামী ৩ বছরে ৪০০ নতুন বন্দে ভারত ট্রেন চালু, ঘোষণা অর্থমন্ত্রীর।
এবারের বাজেটে আগামী ২৫ বছরের উন্নয়নের ব্লু-প্রিন্ট। একে ভারতের অর্থনীতির অমৃত-কাল হিসাবে বর্ণনা অর্থমন্ত্রীর।
প্রধানমন্ত্রী আবাস যোজনায় ৮০ লক্ষ বাড়ি, ঘোষণা বাজেটে। বরাদ্দ ৪৮ হাজার কোটি টাকা।