Advertisment

ছেলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ, তদন্ত! প্রশ্নে মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী

Maharashtra: ‘আপনি কোথা থেকে এসেছেন? এটা কী ধরনের প্রশ্ন? আমি কি বোকা, ছেলে কোথায় আপনাদের বলব!'

author-image
IE Bangla Web Desk
New Update
Narayan Rane, Maharashtra, Uddhav Thackrey

এদিন ছেলের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ খারিজ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

Maharashtra: নিগ্রহের অভিযোগে কাঠগড়ায় নীতেশ রানে। পুলিশ তলব করেছে কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানের ছেলেকে। আর তাতেই সাংবাদিকের প্রশ্নের জবাবে মেজাজ হারালেন কেন্দ্রীয় মন্ত্রী। নীতেশ কোথায় কোনওভাবেই প্রকাশ্যে আনবেন না তিনি। এভাবেই ধমকের সুর শোনা গিয়েছে নারায়ণ রানের গলায়।

Advertisment

মঙ্গলবার এক সাংবাদিকের উদ্দেশে নারায়ণ রানের প্রশ্ন, ‘আপনি কোথা থেকে এসেছেন? এটা কী ধরনের প্রশ্ন? আমি কি বোকা, ছেলে কোথায় আপনাদের বলব! ও কোথায় আছে, জানলেও আপনাদের বলতাম না। আমাকে এসব প্রশ্ন না করে যারা ফাঁসাতে চাইছেন তাঁদের প্রশ্ন করুন। তাঁদের আপনারা কখনই প্রশ্ন করেন না।‘

ছেলের পক্ষ নিয়েই কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘কী এমন করেছে? ও কি সন্ত্রাসবাদী। একেবারে ডিজি, অতিরিক্ত ডিজি পর্যন্ত বিষয়টা চলে গিয়েছে। অভিযোগকারীর শরীরে সামান্য নখের দাগ রয়েছে। আর সেই অভিযোগের ভিত্তিতে খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ ওকে খোঁজা শুরু করেছে।‘

গত সপ্তাহে নারায়ণ রানের গড় হিসেবে পরিচিত কঙ্কাভ্যালির এক ব্যক্তি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। কয়েকজন তাঁকে নিগ্রহ করেছে, এই অভিযোগ পুলিশে দায়ের হয়েছে। এমনকি, অভিযোগকারী শুনতে পেয়েছেন নিগ্রহে জড়িতরা নিজেদের মধ্যেই বলেছেন নীতেশ রানেকে সব জানানো হবে। তারপর থেকেই তদন্তে নেমেছে পুলিশ।

নারায়ণ রানের অভিযোগ, ‘পুলিশ এক হাসাপাতালে গিয়ে তাঁর স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে। ওরা কী জানত ওটা কার হাসপাতাল? কার স্ত্রীকে জেরা করছেন? এটা পুলিশের আচরণ? আমিও কেন্দ্রের একজন মন্ত্রী আর নীতেশ মোটেও পালিয়ে বেরাচ্ছে না।‘    

এদিকে, সম্প্রতি রাজ্যের পর্যটনমন্ত্রী তথা উদ্ধব পুত্র আদিত্য ঠাকরেকে কটাক্ষের অভিযোগ উঠেছে নীতেশের বিরুদ্ধে। মহারাষ্ট্র বিধানসভায় আদিত্য পাশ দিয়ে যাওয়ার সময় ‘বিড়ালের ডাক’ ডাকেন নীতেশ। সেই অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। যদিও নীতেশ রানের বিরুদ্ধে ওঠা সেই অভিযোগ খারিজ করেন কেন্দ্রীয় মন্ত্রী। বিশেষ কারও উদ্দেশে সেই ডাক নয়। এমনটাই মঙ্গলবার সংবাদ মাধ্যমকে জানান নারায়ণ রানে।   

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Maharashtra Uddhav Thackeray Narayan Rane
Advertisment