তাঁর 'গো করোনা, গো' স্লোগান বিখ্যাত হয়েছিল গোটা ভারতে। সেই কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে শেষে নিজেই কোভিড পজিটিভ হলেন। মঙ্গলবারই তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। জানা গিয়েছে, তিনি দক্ষিণ মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়ার নেতা আতাওয়ালে নরেন্দ্র মোদী সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। কিন্তু মহারাষ্ট্রের এই নেতা করোনার লকডাউন পর্বে তাঁর 'গো করোনা, গো' স্লোগানের জন্য বিখ্যাত হয়ে গিয়েছিলেন গোটা দেশে। গত ফেব্রুয়ারি মাসে প্রথম তিনিই চিনা কূটনীতিবিদ এবং বৌদ্ধ সন্ন্যাসীদের সঙ্গে একটি প্রার্থনা সভায় এই 'গো করোনা, গো' স্লোগান দিয়েছিলেন। তাঁর সেই সুর করা স্লোগান নিয়ে প্রচুর মিম তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তাঁর স্লোগান।
আরও পড়ুন গোহত্যা প্রতিরোধ আইনের অপব্যবহার হচ্ছে! যোগীর পুলিশকে সতর্ক করল হাইকোর্ট
রাজ্যসভার সাংসদ আতাওয়ালে সোমবারই একটি দলীয় কর্মসূচিতে অংশ নেন। সেখানে অভিনেত্রী পায়েল ঘোষ তাঁর দলে যোগ দেন। তারপর তাঁর রিপোর্ট পজিটিভ আসায় সেই বৈঠকে উপস্থিত প্রত্যেকের উদ্বেগ বেড়েছে। প্রত্যেকেই করোনা পরীক্ষা করিয়েছেন বলে খবর।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন