Advertisment

ভয়াবহ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি, মৃত্যু স্ত্রী ও ব্যক্তিগত সচিবের

গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভয়াবহ দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী। পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন সস্ত্রীক কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী শ্রীপদ নায়েক এবং তাঁর আপ্ত সহায়ক। কর্ণটাকের উত্তর কন্নড়া জেলার হোসাকাম্বি গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের গাড়ি। হাসপাতালে নিয়ে গেল সেখানেই মৃত্যু হয় তাঁর স্ত্রী ও আপ্ত সহায়কের। আপাতত বিপন্মুক্ত শ্রীপদ নায়েক।

Advertisment

জানা গিয়েছে, মন্ত্রীর টয়োটা ইনোভা গাড়ি গোকর্ণ যাওয়ার পথে রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে। এরপর গাড়িটি সংঘর্ষের ফলে দুমড়ে মুচড়ে যায়। রাত ৭.৪৫ থেকে ৮টার মধ্যে দুর্ঘটনাটি হয়। মন্ত্রী, তাঁর স্ত্রী এবং তাঁর আপ্ত সহায়ক গুরুতর জখম হন। এরপর তাঁদের গোয়ার একটি হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর স্ত্রী ও আপ্ত সহায়কের।

আরও পড়ুন ‘পার্শ্বপ্রতিক্রিয়া নেই তো-বাকি দেশবাসীর টিকাকরণের অর্থ কে দেবে?’, মোদীকে প্রশ্ন মমতার

রাতেই এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা থেকে শুরু করে গোয়ার মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্রীপদ নায়েক আয়ুশ মন্ত্রকের সঙ্গে সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন। প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রাতেই গোয়ার মুখ্যমন্ত্রীকে ফোন করে শ্রীপদ নায়েকের স্বাস্থ্যের খোঁজ নেন। জানান, প্রয়োজন পড়লে দিল্লিতে উড়িয়ে নিয়ে এসে চিকিৎসার ব্যবস্থা করার।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Shripad Naik Road Accident
Advertisment