দিল্লিতে নিজের সরকারী বাসভবনে স্বেচ্ছা কোয়ারেন্টাইনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরলীধরণ। ত্রিবন্দমে এক করোনা আক্রান্ত সঙ্গে দেখা করায় নিজেই এই পদক্ষেপ করেছেন মোদী সরকারের এই সদস্য। ইতিমধ্যেই মন্ত্রীর রক্তের নমুনা পরীক্ষা হয়েছে। তবে, তাতে মারণ ভাইরাসের জীবাণু নেই বলে জানানো হয়েছে।
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মারণ ভাইরাসের জেরে ৩ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত সংখ্যা ১২৬-এ পৌঁছে গিয়েছে।
৬৪ বছরের ওই বৃদ্ধ প্রথমে হিন্দুজা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কস্তুরবা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি গত ৮ই মার্চ দুবাই থেকে দেশে ফিরেছিলেন। শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তাঁর রক্তে করোনার জীবাণু মেলে। মৃতের স্ত্রী ও পুত্রের শরীরেও মিলেছে করোনা জীবাণু।
আরও পড়ুন: ভারতে করোনায় মৃত্যু বেড়ে ৩, আক্রান্ত ১২৬
এর আগে কর্নাটক ও দিল্লিতে দু’জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃত দু’জনেই বিদেশ ভ্রমণ করেছিলেন। করোনা সতর্কতায় কেন্দ্রী নতুন করে ভ্রমণ বিধিনিষেধ আরোপ করেছে। আফগানিস্তান, মালয়েশিয়া, ফিলিপিন্স থেকে এ দেশে আসা বন্ধ করা হয়েছে।
করোনা মোকাবিলায় ভারতেও একাধিক সতর্কতামূলক পদক্ষেপ করা হচ্ছে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেনপ্রধানমন্ত্রী মোদী। অধিকাংশ রাজ্যেই স্কুল, কলেজ, বিশ্বাবিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ভিড় এড়াতে সিনেমা হল, পার্ক বন্দ, প্রদর্শনী স্থগিত করা হয়েছে। সব রাজ্যেই নির্দিষ্ট হাসপাতালে খোলা হয়েছে কোয়ারেন্টাইন ও আইসোলেশন ওয়ার্ড। বাতিল করা হয়েছে স্পোটিং ইভেন্ট।
গোটা বিশ্বে এখনও পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃত্যুর সংখ্যা চিনের উহানে। পৃথিবীতে মোট ১, ৮১,৫০০ জন করোনা আক্রান্ত।
Read the full story in English