PM Narendra Modi, France President Emmanuel Macron Honored with United Nation's 'Champion of the Earth' Award: শপথের জন্য় পুরস্কার পাচ্ছেন নরেন্দ্র মোদী। তাও আবার রাষ্ট্রসংঘের। ২০২২ সালের মধ্যে একবার ব্যবহারের প্লাস্টিক নির্মূল করার যে শপথ তিনি নিয়েছেন, তার জন্যই তাঁকে সম্মানিত করছে রাষ্ট্রসংঘ। সারা দুনিয়ার মোট ৬ জন ‘চ্যাম্পিয়নস অফ আর্থ সম্মানে ভূষিত হয়েছেন। তাঁদেরই একজন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রসংঘের পরিবেশ কর্মসূচির তরফে এ কথা জানানো হয়েছে।
বিজেপি সভাপতি অমিত শাহ এ খবর জানিয়ে বুধবার টুইটও করেছেন। তিনি বলেছেন, ‘‘প্রতিটি ভারতবাসীর কাছে এ এক দারুণ সম্মানের বিষয়।’’
আরও পড়ুন, গণপ্রহারের ঘটনায় কঠোর শাস্তির কথা প্রচার করতে রাজ্যগুলিকে নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের
অপ্রচলিত শক্তির ব্যবহারের ব্যাপারে নেতৃত্বদায়ী ভূমিকা গ্রহণের জন্য় ‘উদ্যোগী দৃষ্টিভঙ্গি’ সম্মান পাচ্ছে কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর। রাষ্ট্রসংঘের বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কোচিন পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে সারা পৃথিবীব্যাপী নেটওয়ার্ক বাড়িয়ে তোলার জন্য পরিবেশের ক্ষতি করার প্রয়োজন হয় না। সমাজের গতি বৃদ্ধির সময়ে বিশ্বের প্রথম সম্পূর্ণ সৌর-চালিত বিমানবন্দর দেখিয়ে দিয়েছে যে পরিবেশবান্ধব ব্যবসাই হল ভাল ব্যবসা।’’
অন্য বিজেতাদের মধ্যে রয়েছেন পরিবেশ ও সহজাত অধিকারের রক্ষক হিসেবে পরিচিত জোয়ান কার্লিং। সােয়ন্স অ্যান্ড ইনোভেশন বিভাগে সম্মানিত হয়েছেন তিনি। উপভোক্তাদের পরিবেশ সচেতন বিকল্প সম্পর্কে শিক্ষিত করার জন্য তাঁর এই স্বীকৃতি।
পূর্ব চিনে ঝেজিয়াং প্রদেশের নদী ও ঝর্ণা একসময়ে অত্যন্ত দূষিত ছিল। তাকে পুরোপুরি পাল্টে দিয়েছে চিনে ঝেজিয়া গ্রিন রুরাল রিভাইভাল প্রোগ্রাম। এবার যারা পুরস্কৃত হয়েছে রাষ্ট্রসংঘে, তাদের মধ্যে আছে এরাও।
রাষ্ট্রসংঘের তরফ থেকে জানানো হয়েছে, রাষ্ট্রসংঘের ৭৩ তম সাধারণ সভা নিউ ইয়র্কে অনুষ্ঠিত হওয়ার পাশাপাশি অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়নস অফ দি আর্থ গালা। সেখানেই সম্মানিত করা হবে বিজয়ীদের। রাষ্ট্রসংঘের দেওয়া পরিবেশ সংক্রান্ত এটাই সর্বোচ্চ শিরোপা বলে জানিয়েছে ইউ এন ই পি।