Advertisment

Attacks on Indian students: ভারতীয় ছাত্রদের উপর একের পর এক হামলা-মৃত্যু! অবশেষে মুখ খুললেন বাইডেন প্রশাসন

ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেছেন যে জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য কোনও কারণের ভিত্তিতে আমেরিকার মাটিতে হিংসা কোন ভাবে বরদাস্ত করা হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
US President Joe Biden (Reuters)

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (রয়টার্স)

মার্কিন যুক্তরাষ্ট্রে একের পর এক ভারতীয় ছাত্রদের উপর সাম্প্রতিক হামলার ঘটনাকে "অগ্রহণযোগ্য" বলে অভিহিত করে, ইউএস স্টেট ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বৃহস্পতিবার উল্লেখ করেছেন প্রেসিডেন্ট জো বিডেন এবং মার্কিন প্রশাসন এই ধরনের ঘটনাগুলিকে কঠোর ভাবে মোকাবিলা করছে।

Advertisment

আরও পড়ুন : < Pice hotel kolkata: বোনকে ‘মানুষ’ করতে প্রাণপাত দাদার, কলকাতার ফুটপাতে একা হাতে কঠিন লড়াই সাগরের >

ওয়াশিংটনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা যোগাযোগ উপদেষ্টা জন কিরবি বলেছেন যে জাতি, লিঙ্গ, ধর্ম বা অন্য কোনও কারণের ভিত্তিতে আমেরিকার মাটিতে হিংসা কোন ভাবে বরদাস্ত করা হবে না।

পাশাপাশি তিনি বলেন, বাইডেন প্রশাসন এই ধরণের ঘটনাকে ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে।

আরও পড়ুন : <Haldwani Violence: তদন্তে নয়া মোড়,পরকীয়া ফাঁস হতেই খুন তরতাজা যুবক? কী জানাল পুলিশ>

চলতি বছরে জানুয়ারি থেকে আমেরিকার বিভিন্ন অংশে ভারতীয় বংশোদ্ভূত ছাত্রদের উপর হামলা মৃত্যুর একাধিক ঘটনার মাঝেই কিরবির এই বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বশেষ ঘটনায়, ৪১ বছর বয়সী ভারতীয় বংশোদ্ভূত বিবেক তানেজাকে ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে লাঞ্ছিত করা হয় সেই সঙ্গে তাঁকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Biden
Advertisment